Mon Hare Lyrics (মন হারে) Mahtim Shakib | Dristy Anam

Mon Hare Lyrics by Mahtim Shakib And Dristy Anam : Mon Hare Song Is Sung by Mahtim Shakib And Dristy Anam . Music Composed by Asheq Manzur And Song Lyrics In Bengali Written by Neel Mahabub. Song Mix And Master by Sharif Sumon.

Song : Mon Hare 

Singer : Mahtim Shakib and Dristy Anam

Lyrics : Neel Mahabub 

Tune and Music : Asheq Manzur

Dop : Julfiker Rahaman Rifat

Edit,Color : Rafsaan Chowdhury

Video Direction : Mahtim Shakib

Label : 3p Production

Mon Hare Song Lyrics In Bengali :

চলে যাওয়া পথ যদি ফিরে আসা হতো 

গল্পেরা কথা মেঘ বৃষ্টি ঝরাতো,

ভুলে ভালে গল্পটা যদি ফুল হত 

প্রজাপতি ঘ্রাণে নয় রঙেও হারাতো।

মনে পড়ে মন হারে মন উড়ে যায় 

বৃষ্টির ছাঁট রোজ দু'চোখ ভেজায়,

মনে পড়ে মন হারে মন পুড়ে যে যায় 

সকালের সোনা রোদ আমাকে ভাবায়।। 

হাতটা ছুঁয়ে হাতের গভীরে 

কেউ হেঁটে যায় খুব যতনে,

মেঘের ভেলায়  ভাসে রূপকথা 

ছুঁতে গেলে হায় কেন শূন্যতা। 

চোখে চোখে কল্পনা যদি ঠোঁট ছুতো  

ভালোবেসে সূর্যটা সন্ধ্যা রাঙ্গাতো। 

মনে পড়ে মন হারে মন পুড়ে যায় 

আয়নায় গল্পটা স্মৃতিতে হারায়, 

মনে আছো মনে থাকো মন ভেসে যে যায় 

একটা গোলাপ রোজ আমাকে সাজায়।। 

আকাশ ছুঁয়ে মেঘের উঠোনে 

চরকা কাটে কেউ খুব গোপনে, 

ঘুমটা ছুঁয়ে স্বপ্ন যে হাজার 

কেউ হয়ে যাক শুধু যে আমার। 

না বলা কথা যদি বলা হয়ে যেতো

মান ভুলে অভিমান আবেগে হারাতো। 

মনে পড়ে মন হারে মন উড়ে যায় 

বৃষ্টির ছাঁট রোজ দুচোখ ভেজায়,

মনে পরে মন হারে মন পুড়ে যে যায় 

সকালের সোনা রোদ আমাকে ভাবায়।।

মন হারে লিরিক্স - মাহতিম সাকিব ও দৃষ্টি আনাম :

Chole jaowa poth jodi phire asa hoto

Golpera kotha megh bristi jhorato

Bhule bhale golpota jodi ful hoto

Projapoti ghrane noy rongeo harato

Mone pore mon hare mon ure jaay

Brishtir chaat rooj duchokh vejay

Mone pore mon hare mon ure jay

Sokaler sona rod amake vabay

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi