Alo Lyrics (আলো) Imran Mahmudul | Poni Chakma

Alo Lyrics by Imran Mahmudul And Poni Chakma : Alo Song Is Sung by Imran Mahmudul And Poni Chakma . Starring: Imran Mahmudul, Keya Payel And Poni Chakma. Song Lyrics In Bengali Written by Robiul Islam Jibon.

Song : Alo

Singer : Imran Mahmudul & Poni Chakma

Lyrics : Robiul Islam Jibon

Tune, Music, Mix & master : Imran Mahmudul

Director : Saikat Reza

Dop : Bikash Saha

Edit & Color : SM Tushar

Production : SR Film

Label : Central Music and Video [CMV]

Alo Song Lyrics In Bengali :

তুমি নামের স্বপ্ন গুলো 

আমার মনের আকাশ ছুঁলো। 

তুমি নামের স্বপ্ন গুলো 

আমার মনের আকাশ ছুঁলো,

গল্প রাতে মন হারালো 

কল্পনাতে সুখ ছড়ালো,

ও.. গল্প রাতে মন হারালো 

কল্পনাতে সুখ ছড়ালো। 

আমি জানি আমায় তুমি বসবে ভালো

আমি জানি আমার ঘরে আসবে আলো।। 

দু'চোখে তোমায় আঁকি  

হৃদয়ে তোমায় রাখি,

তুমি তো জাদুর আয়না। 

বেঁধেছো মায়ার ডোরে 

থাকি যে তোমার ঘরে, 

কিছুতে ভোলা যায় না। 

যত দূরে আমি যাই 

তোমাকে খুঁজে পাই, 

তোমাতে প্রাণ জোড়ালো। 

আমি জানি আমায় তুমি বসবে ভালো

আমি জানি আমার ঘরে আসবে আলো।।

হয়েছি আমি রাজি, ধরেছি জীবন বাজি 

করি যে তোমার সাধনা,

মনের এ মনিকোঠায়, প্রেমেরই রঙিন সুতায়

আমাকে তুমি বাঁধোনা।  

যত দূরে আমি যাই 

তোমাকে খুঁজে পাই, 

তোমাতে প্রাণ জোড়ালো। 

আমি জানি আমায় তুমি বসবে ভালো

আমি জানি আমার ঘরে আসবে আলো।।

তুমি নামের স্বপ্ন গুলো 

আমার মনের আকাশ ছুঁলো,

গল্প রাতে মন হারালো 

কল্পনাতে সুখ ছড়ালো,

ও.. গল্প রাতে মন হারালো 

কল্পনাতে সুখ ছড়ালো। 

আমি জানি আমায় তুমি বসবে ভালো

আমি জানি আমার ঘরে আসবে আলো।।

আলো লিরিক্স - ইমরান মাহমুদুল ও পনি চাকমা :

Tumi naamer shopno gulo

Amar moner akash chulo

Golpo raate mon haralo

Kolponate sukh choralo

Ami jani amay tumi bashbe bhalo

Ami jani amar ghore ashbe aalo

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: https://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi