Bor Elo Madolo Bajaye Lyrics (বর এলো মাদল বাজায়ে) Jhumur Song

Bor Elo Madolo Bajaye Lyrics Jhumur Song : Bor Elo Madolo Bajaye Traditional Bengali Jhumur Song Is Sung by Madol Folk Band from Urapankhi Bengali Album. Same Song Is Sung by Tanmay Kar And Friends And Many Various Artists In Their Own Way.

Song : Bor Elo Madolo Bajaye

Tune & Lyrics : Traditional Jhumur Song

Bor Elo Madolo Bajaye Song Lyrics Bengali :

ওলো বর এলো মাদল বাজায়ে লো 

বর এলো মাদল বাজায়ে,

ওলো বর এলো মাদল বাজায়ে লো 

বর এলো মাদল বাজায়ে,

চন্দনেরও টুপা দিয়ে দেয় কনেকে সাজায়ে 

চন্দনেরও টুপা দিয়ে দেয় কনেকে সাজায়ে। 

বর এলো মাদল বাজায়ে লো 

বর এলো মাদল বাজায়ে,

ওলো বর এলো মাদল বাজায়ে লো 

বর এলো মাদল বাজায়ে।।

 

দুরুজ পুরে রিস্কো টানে মোর বরের বাবা 

আরে দুরুজ পুরে রিস্কো টানে মোর বরের বাবা

তাই সাত কুড়ি টাকা ছাড়া 

আর নাই যে দাবি দাবা,

ওই টাকাটো না পেলে 

ওই টাকাটো না পেলে

দিবেক বিয়ে কাঁচায়ে। 

বর এলো মাদল বাজায়ে লো 

বর এলো মাদল বাজায়ে,

ওলো বর এলো মাদল বাজায়ে লো 

বর এলো মাদল বাজায়ে।।  

বর যাত্রী গুটা-দশেক ছেলে বুড়ো মিলে 

ওলো বর যাত্রী গুটা-দশেক ছেলে বুড়ো মিলে,

রেগেমেগে ভাগতে পারে মদ না খেতে দিলে  

আরে রেগেমেগে ভাগতে পারে মদ না খেতে দিলে,

আবার মাংস খাবেক বলে শুনি

আবার মাংস খাবেক বলে শুনি 

দাঁত রেখেছে বাঁচায়ে। 

বর এলো মাদল বাজায়ে লো 

বর এলো মাদল বাজায়ে,

ওলো বর এলো মাদল বাজায়ে লো 

বর এলো মাদল বাজায়ে,

চন্দনেরও টুপা দিয়ে দেয় কনেকে সাজায়ে 

চন্দনেরও টুপা দিয়ে দেয় কনেকে সাজায়ে। 

বর এলো মাদল বাজায়ে লো 

বর এলো মাদল বাজায়ে,

ওলো বর এলো মাদল বাজায়ে লো 

বর এলো মাদল বাজায়ে।।  

বর এলো মাদল বাজায়ে লিরিক্স - ঝুমুর গান :

olo Bor Elo Madol Bajaye Lo

Bor Elo Madal Bajaye

Chondoner tupa diye dey koneke sajaye

Bor elo madolo bajaye

Duruj pure risko taane mor borer baba

Tai saat kuri taka chara 

Aar nei je dabi daba

Oi takato nai pele dibek biye kachaye

Bor elo madala bajaye

Bor jatri guta doshek chele buro mile

Regemege vagte pare mod na khete dile

Abar mangsho khabe bolek shuni

Daat rekheche bachaye

Bor elo madalo bajaye

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi