Ekhono Sokale Lyrics (এখনও সকালে) Chirkut | Arijit Ganguli

Ekhono Sokale Lyrics by Chirkut : Ekhono Sokale Song Is Sung by Arijit Ganguli from Chirkut TV Official. Song Lyrics In Bengali Written by Prameya And Arijit. Vocals Recorded at Studio "Kontho Kow" by Subhrajit Mitra.

Song : Ekhono Sokale

Vocal & Composition : Arijit Ganguli

Lyrics : Prameya, Arijit Ganguli

Esraj : Debayan Majumder

Arrangements, mixing, mastering : Debayan Banerjee

Animation : Sudip Das (Kendrobindoo)

A Chirkut Production

Ekhono Sokale Song Lyrics In Bengali :

এখনও সকালে জানালায় জমে আলো

এখনও পাখির গান সন্ধ্যায় থামে,

এখনও সময় আগের মতই ভালো

এখনও শহরে রাস্তা প্রেমের নামে।

এখনও বিকেল স্কুল থেকে বাড়ি ফেরে

এখনও শিশুরা সোনাকাঠি ছোঁয়,

এখনও ছাদের কোণে পোড়া সিগারেট

এখনও শুকনো ফুল জমানো খাতার পাতায়। 

এখনও সে ফুলে, কবেকার ভুলে

এখনও সে ফুলে, কবেকার ভুলে,

আনমনে আঙুল ছোঁয়াই।

এখনও মিনারের জাফরিতে চাঁদ আসে

এখনও ধানের শিষে কুহেলি ছড়ায়,

এখনও খেয়াঘাটে বুড়ো গাছ আছে

এখনও সদ্যোজাত কাঁদে আজানের গায়ে। 

এখনও কথার নীচে আলতো কথারা জমে

এখনও ন্যাপথলিন শীতের পোশাকে,

এখনও চিনেবাদাম নুনের মোড়ক

এখনও হাতের পরে রাখা হাতে মাটি। 

এখনও সে হাতে, মাটির মলাটে 

এখনও সে হাতে, মাটির মলাটে,

ফেলে আসা দিন.. বেঁধে রাখি।

এখনও সকালে লিরিক্স - চিরকুট :

Ekhono sokale janlay jome aalo

Ekhono pakhir gaan sondhay thaame

Ekhono somoy ager motoi bhalo

Ekhono shohore rasta premer naame

Ekhono biker school theke bari fere

Ekhono shishura sonakathi chow

Ekhono chader kone pora cigarate

Ekhono shukno phul jomano khatar patay

Ekhono se fule kobekar bhule

Aanmone angul chowai

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi