Bhalobasha Tomar Ghore Lyrics (ভালোবাসা তোমার ঘরে) Abida

Bhalobasha Tomar Ghore Lyrics by Abida : Bhalobasha Tomar Ghore Song Is Sung by Abida from Fire Esho Behula Bengali Movie. Starring: Jaya Ahsan And Intekhar Dinar. Music Composed by Saad And Valobasha Tomar Ghore Lyrics In Bengali Written by Arjun.

Song : Bhalobasha Tomar Ghore

Movie : Fire Esho Behula

Vocal & Tune : Abida

Lyrics : Arjun

Directed by : Tanim Noor

Producer by : Monjurul Islam Diplu

Label : Agniveena

Bhalobasha Tomar Ghore Song Lyrics In Bengali :

ভালোবাসা তোমার ঘরে 

বৃষ্টি হয়ে নেমে আসুক,

ভালোবাসা তোমার ঘরে 

বৃষ্টি হয়ে নেমে আসুক। 

ভালোবাসা তোমার ঘরে 

বৃষ্টি হয়ে নেমে আসুক। 

ইচ্ছেগুলো,

তোমার ইচ্ছেগুলো জ্যান্ত হয়ে 

বুকের ভেতর তুমুল নাচুক,

ভালোবাসা তোমার ঘরে 

বৃষ্টি হয়ে নেমে আসুক। 

চোখের কোণে যত্ন করে 

জমিয়ে রাখা স্বপ্নগুলো, 

নতুন করে বেঁচে উঠুক। 

দু'চোখ ভরে দেখবে তখন

দু'চোখ ভরে দেখবে তখন আকাশ,

দু'চোখ ভরে দেখবে তখন আকাশ

আকাশ তোমার বাড়ছে কেমন, 

সেই আকাশেই জন্ম নেয়ার

সূর্যটার আলো দেয়ার,

ইচ্ছে তোমার বুকের জমিন 

তীব্র ভাবে স্পর্শ করুক। 

ভালোবাসা তোমার ঘরে 

বৃষ্টি হয়ে নেমে আসুক। 

ইচ্ছেগুলো,

তোমার ইচ্ছেগুলো জ্যান্ত হয়ে 

বুকের ভেতর তুমুল নাচুক,

ভালোবাসা তোমার ঘরে 

বৃষ্টি হয়ে নেমে আসুক। 

ভালোবাসা তোমার ঘরে লিরিক্স - আবিদা :

Bhalobasa tomar ghore

Brishti hoye neme ashuk

Tomar icche gulo jyento hoye

Buker vetor tumul nachuk

Chokher kone jotno kore

Jomiye rakha shopno gulo

Notun kore beche uthuk

Duchokh bhore dekhbe tokhon akash

Akash tomar barche kemon

Sei akashe jonmo neyar

Surjotar aalo deyar

Icche tomar buker jomin

Tibro bhabe sporsho koruk

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi