Tomake Cheyechi Sevabe Lyrics (তোমাকে চেয়েছি সেভাবে) Subhrajit Panda

Tomake Cheyechi Sevabe Lyrics by Subhrajit Panda : Tomake Cheyechi Sevabe Song is Sung by Subhrajit Panda . Sejon Emon Chayar Moton Lyrics In Bengali Written by Koushik Roy. Song Mix And Master by Rishi Panda.

Song : Tomake Cheyechi Sevabe (Sejon Emon)

Vocal & Tune : Subhrajit Panda

Lyrics : Koushik Roy

Track Arrangement, Mix-Master : Rishi Panda 

Recorded at : Mic drop studio

Music Publisher : JMR Music Studio

Video : Arnav Majumdar 

Fireflies Effect : Srijan Mandi

Concept : Arnav & Subhrajit 

Special Thanks : Ritam Sen & Soutik Barui

Tomake Cheyechi Sevabe Song Lyrics In Bengali :

সেজন এমন ছায়ার মতন

রোদের আদর মাখে গালে,

সেজন তেমন উজল এমন

বিষাদ মেখেছে যাপনে। 

সহজ সেজন মায়ার মতন

স্বজন বেঁধেছে আঁচলে,

বিজন এমন জীবনযাপন

সেজন এঁকেছে কাজলে। 

যেভাবে শ্রাবণ তোমাকে ছুঁয়ে

রূপবতী শোক হয়ে যায়,

যেভাবে আখর সাঁঝের প্রদীপে

গেরস্থালী খুঁজে পায়। 

তোমাকে চেয়েছি সেভাবে

বিষাদ ছুঁয়েছে যেভাবে,

তোমাকে চেয়েছি সেভাবে

বিষাদ ছুঁয়েছে যেভাবে। 

তুমিও কি তাই রাত হয়ে যাও

চাঁদচোঁয়া নীল অবসাদ হয়ে যাও, 

তোমারো কি তাই দুখ ভেসে যায়

চোট ছুঁয়ে প্রেম অপরূপ হেসে যায়। 

যেভাবে বাড়ে সুখ অভিসারে

প্রেম খোঁজে প্রিয় ডাকনাম,

যেভাবে মেশে পরাগ বাতাসে

পথ ভোলে নাবিকের গান। 

তোমাকে চেয়েছি সেভাবে

বিষাদ ছুঁয়েছে যেভাবে,

তোমাকে চেয়েছি সেভাবে

বিষাদ ছুঁয়েছে যেভাবে। 

তোমাকে চেয়েছি সেভাবে লিরিক্স - শুভ্রজিৎ পন্ডা :

Sejon emon chayar moton

Roder ador makhe gaale

Sejon temon ujol emon

Bishad mekheche japone

Sohoj sejon mayar moton

Swajan bedheche achole

Bijon emon jibonjapon

Sejon ekeche kajole

Sevabe shrabon tomake chuye

Rupboti sukh hoye jaay

Jevabe akhor sanjher pradeep

Gerosthali khuje paay

Tomake cheyechi sebhabe

Bishad chuyeche jebhabe

Tomake cheyechi Sevabe

Bishad chuyeche jevabe

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi