Mukto Kore Dao Lyrics (ঘুম ভাঙিয়ে দাও) Arijit Singh Song

Mukto Kore Dao Lyrics by Arijit Singh : Mukto Kore Dao Song Is Sung by Arijit Singh . Music Composed by And Song Lyrics In Bengali Written by Arijit Singh. Additional Music Production, Mixed & Mastered by Sunny M.R.

Song : Mukto Kore Dao

Vocal, Composed, Written & Produced by : Arijit Singh

Video Concept : Koyel Singh & Arijit Singh

Story & Script : Koyel Singh

Screenplay & Storyboarding : Arijit Singh

Director : Koyel Singh

Associate Director : Subha Sarkar

Art Team : Koyel Singh, Puja Sarkar & Subha Sarkar

Editing, Grading & Titles : Saptarsi Mondal 

Content producer : Oriyon Edutainment Pvt. Ltd. 

Mukto Kore Dao Song Lyrics In Bengali :

যা আমায় টানে

তারই আকর্ষণে যাচ্ছি সীমানায়,

কী খুঁজছি জানিনা ও ও ..

বন্দী করে মন যে আমার

পোষ মানিয়েছে, 

তাই মনটা ভালো না ও ও ..

এখনই হেসেছি, এখনই নীরবে

কী শূণ্যতায় বলো,

এই কত ভিড়ে, এই অগোচরে

কী শূণ্যতায় বলো ..

তুমি আপন করে আমায়

কাছে টেনে নাও,

মুক্ত করে দাও ওও ..

আমার অসহায় চেতনার

ঘুম ভাঙিয়ে দাও,

মুক্ত করে দাও। ওও ..

তুমি তো না থাকায় থাকা দায়

ছুটে ছুটে বেড়াই আমি নেশায়,

তোমার গান গেয়ে গেয়ে,

প্রাণের গান গেয়ে গেয়ে,

ভেতরে তবে এ শূন্যতা, অসম্পূর্ণতা। 

কখনো তোমাকেই খুঁজে পাই

তবু হারিয়ে যাই ভালোবাসায়

তোমার মুখ চেয়ে চেয়ে

তোমার মুখ চেয়ে চেয়ে,

গভীরে তবে এ শূন্যতা, অসম্পূর্ণতা।

নিজে খুশি মতো, নিজেই অনুগত

কী শূণ্যতায় বলো,

আজকে লেখা বই, কালকে মনে নেই

কী শূণ্যতায় বলো..

তুমি আপন করে আমায়

কাছে টেনে নাও,

(হৃদপরান সব ফেটে যায় ফেটে যায়)

মুক্ত করে দাও, ওও ..

(দমকা ঝড় হয়ে যায় হয়ে যায়)

তোকে পাইনা বলে ঘুমঘুমিয়েছি 

চুপ আঁধারে ধড়পড়িয়েছি, 

পগারপার হয়ে নিঃশ্বাস প্রশ্বাস 

তোকে ছোঁয়ার হলে হবে যদি তুই চাস, 

উড়ানযান দিয়ে তুই আমি উড়ে যাই 

উড়ানযান নিয়ে উধাও হারিয়ে যাই, 

উজানটানে তোর অন্তর ছুঁয়ে যাই 

উজানটান দিয়ে যাই, 

খুদার প্রাণে তোর রূপে হারিয়ে যাই 

উদার প্রাণে তোর কল্পনা সাজাই, 

করুনপ্রাণে তোর সঙ্গে গাইতে চাই 

আমার গান ওও ..

তুমি আপন করে আমায়

কাছে টেনে নাও,

মুক্ত করে দাও ওও ..

আমার অসহায় চেতনার

ঘুম ভাঙ্গিয়ে দাও,

মুক্ত করে দাও। ওও ..

ঘুম ভাঙিয়ে দাও লিরিক্স - অরিজিৎ সিং :

Ja amay taane

Tari akorshone jachhi simanay

Ki khujchi janina

Bondi kore mon je amar

Posh maniyeche

Tai mon ta valo na

Ekhoni hesechi ekhoni nirobe

Ki shunnotay bolo

Ei koto bhire Ei ogochore

Ki shunnotay bolo

Tumi apon kore

Amay kache tene nao

Mukto kore dao

Amar oshohay chetonar

Ghum vangiye dao mukto kore dao

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi