Mon Phur Phur Lyrics (মন ফুর ফুর) Rawkto Rawhoshyo | Prashmita

Mon Phur Phur Lyrics from Rawkto Rawhoshyo : Mon Phur Phur Song Is Sung by Prashmita Paul from Rawkto Rawhoshyo Bengali Movie. Koel Mallick, Shreeansh Sarkar, Debangshi Chatterjee, Chandan Roy Sanyal, Lily Chakraborty, Rwitobroto Mukherjee And Others. Music Composed by Nabarun Bose And Song Lyrics In Bengali Written by Soukarya Ghosal.

Song : Mon Phur Phur

Movie : Rawkto Rawhoshyo

Singer : Prashmita Paul

Music : Nabarun Bose

Lyrics : Soukarya Ghosal

Director : Soukarya Ghosal

Presenter : Nispal Singh

Produced By : Surinder Films Pvt. Ltd.

Mon Phur Phur Song Lyrics In Bengali :

মন ফুর ফুর, ডিপ্রেশান দূর দূর, 

আহ্লাদে

আলগা রোদ, গায়ে মেখে রোজ রোজ, 

ভাললাগে

যতোই দু'পা ফেলে এগোই মাটি ছুচ্ছে না

উটকো ডানা ঠিক দু খানা,

উড়বে বলে মন বানালো

হচ্ছে ইমশানালো

যুক্তি মানছে না

অঙ্ক করে প্রেমে পড়ে, 

কে কবে আর ইতিহাসে

অন্য মনটা জিতে আসে, বল

হিসেবে কেউ তো পায়েনি কো সম্বল

না না। 

  

স্বভাবে যে ভাবে ফুলের অভাবে

মৌমাছিরা আলগোছে,

মধুর গন্ধ খায়। 

অবরে সবরে, সুরের বহরে 

সেই জাদুতে ফুরিয়েছে ঘোর অন্ধকার,

আলো তুই দেখে যা সুখ টুকরোয়ে বাঁচি

ভালোদিন আসবে জানি বলেই

এই তো আমি দাঁড়িয়ে আছি

যাবো না, না পেলে তা পুরোটা পুরোটা,

পুরোটা পুরোটা। 

ইচ্ছে ডানা মন বানালো

হচ্ছি ইমশানালো

যুক্তি মানছি না

অঙ্ক করে প্রেমে পড়ে,

কে কবে আর ইতিহাসে

অন্য মনটা জিতে আসে, বল

স্বপ্ন ছাড়া নেই কোনো সম্বল। 

মন ফুর ফুর লিরিক্স - রক্তরহস্য :

Mon Phur Phur depression dur dur

Allade

Alga rod gaaye mekhe rooj rooj

Vallage

Jotoi dupaa fele egoi mati chucchi na

Utko daana thik dukhana

Urbe bole mon banalo hocche imotional

Jukti manche na anko kore preme pore

Ke kobe aar itihashe

Onno monta jite ashe bol

Hisebe keu to payni ko sombol na na

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi