Dugga Dugga Lyrics (দুগ্গা দুগ্গা) Sunidhi Chauhan Durga Puja Song

Dugga Dugga Lyrics by Sunidhi Chauhan : Dugga Dugga Durga Puja Song Is Sung by Sunidhi Chauhan . Music Composed by Kaushik And Guddu. Song Lyrics In Bengali Written by Kaushik Indranil Das.

Song : Dugga Dugga

Singer : Sunidhi Chauhan

Music : Taakdoom

Composer : Kaushik - Guddu

Lyrics : Indranil Das

Music Production : ZIA

DOP : Nagen Baishya

Label : SVF

Dugga Dugga Song Lyrics In Bengali :

পুজো পুজো আসছে বলে 

বোবা ঢাকে যাদুর কাঠি,

পুজো পুজো আসছে বলে 

কুমোরটুলি গঙ্গামাটি,

গোমড়া-মুখো পাড়ার দোকান 

সাজছে আবার নতুন সাজে,

কিছুতেই মন বসে না 

পড়ছে ভাটা সকল কাজে,

হোক পুজোর গান 

তার তালে তালে প্রাণ,

মন যে আনচান আমার হলো 

বলো দুগ্গা এলো, বলো দুগ্গা এলো ..

মন জুড়ে অন্য হাওয়া 

খুশিতে হারিয়ে যাওয়া, 

অশুভর হবেই নিধন দুঃখ রবে না,

লালপেড়ে নতুন শাড়ি

নবরূপে রং বাহারি, 

উলুতে করবো বরণ  

আসছে ঘরে মা,

আগমনী, শঙ্খধ্বনি 

কাশবনে ঢেউ উঠেছে, 

তাই হোক পুজোর গান 

তার তালে তালে প্রাণ, 

মন যে আনচান আমার হলো 

বলো দুগ্গা এলো, বলো দুগ্গা এলো ..

ছোট ছোট বাচ্ছাগুলো দু'চোখ জুড়ে খুশির আলো

ডালে ডালে শিউলি কুঁড়ি 

উৎসবেরই ডাক পাঠালো,

পূজাবার্ষিকী পাতা প্রবীণ মনেও হাতছানি দেয় 

বয়েসের উড়িয়ে ধুলো 

ভরিয়ে তোলে আলোর ছোঁয়ায়, 

হোক পুজোর গান 

তার তালে তালে প্রাণ, 

মন যে আনচান আমার হলো 

বলো দুগ্গা এলো, বলো দুগ্গা এলো ..

দিন গুনে অপেক্ষাতে 

কেটে যায় বছরটাতে, 

শরতের ডানায় চড়ে দশভুজা মা, 

মিলনের ভাসিয়ে ভেলা 

আবেগের সিঁদুর খেলা 

ধুনুচির ছন্দে ওড়ে অপার  মহিমা।

চন্ডীপাঠে অঞ্জলিতে 

সুরগুলো বাঁধ ভেঙেছে 

তাই হোক পুজোর গান 

তার তালে তালে প্রাণ 

মন যে আনচান আমার হল 

বল দুগ্গা এল, বল দুগ্গা এল ...

দুগ্গা দুগ্গা লিরিক্স - সুনিধি চৌহান :

Pujo pujo asche bole

boba dhake jadur kathi

Pujo pujo asche bole

Kumortuli gongamaati

Gomramukho para dokan

Sajche abar notun saaje

Kichutei mon bose na

Porche bhata sokol kaaje

Hok pujor gaan

Taar taale taale praan

Mon je aanchaan amar holo

Bolo dugga elo, bolo dugga elo

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi