Bhalobese Dile Faki Lyrics (ভালোবেসে দিলে ফাঁকি) Samz Vai Song

Bhalobese Dile Faki Lyrics by Samz Vai : Bhalobese Dile Faki Song Is Sung by Samz Vai . Starring: Afjal Sujon, Ontora And Mohsin Reza. Music Composed by Ankur Mahamud And Tumi Valobeshe Dile Faki Lyrics In Bengali Written by Mehedi Hasan Limon.

Song : Bhalobese Dile Faki

Singer : Samz Vai

Lyrics : Mehedi Hasan Limon

Tune : Belal Khan

Music : Ankur Mahamud

Story & Directed by : Eagle Team

DoP : Johir Rayhan

Edit & Color : Bappi

Graphic Design : Nadia

Label : Eagle Music

Bhalobese Dile Faki Song Lyrics In Bengali :

কী কারণে চলে গেলে

দিয়ে বেদনা,

একা ভালো থাকবে তুমি

কথা ছিল না। 

চোখের নিচে কালো দাগ

দেখেও দেখলে না,

নিজের ভালো বুঝলে ঠিকই

আমায় বুঝলে না। 

তুমি ভালোবেসে দিলে ফাঁকি

এত কষ্ট কোথায় আমি কীভাবে রাখি,

যার কাছে গেলে সুখের লাগি

বলো আমার চেয়ে বেশী ভালোবাসে কি?

কত আশা ছিল মনে

কত যে পথ চলা বাকি,

এত কিছুর পরেও আমি

আসবে ফিরে, স্বপ্ন দেখি। 

হয়তো আমি পাগল ছিলাম

তোমার প্রেমে অন্ধ ছিলাম,

হয়তো আমি পাগল ছিলাম

তোমার প্রেমে অন্ধ ছিলাম,

তাই আমার এই পরিণতি। 

তুমি ভালোবেসে দিলে ফাঁকি

এত কষ্ট কোথায় আমি কীভাবে রাখি,

যার কাছে গেলে সুখের লাগি

বলো আমার চেয়ে বেশী ভালোবাসে কি?

এত ব্যথা পোড়া বুকে

চোখে জল রাশি রাশি,

দিয়েছিলে কত কথা

সব কি ছিল মিছামিছি?

হয়তো আমি পাগল ছিলাম

তোমার প্রেমে অন্ধ ছিলাম,

হয়তো আমি পাগল ছিলাম

তোমার প্রেমে অন্ধ ছিলাম,

তাই আমার এই পরিণতি। 

তুমি ভালোবেসে দিলে ফাঁকি

এত কষ্ট কোথায় আমি কীভাবে রাখি,

যার কাছে গেলে সুখের লাগি

বলো আমার চেয়ে বেশী ভালোবাসে কি?

ভালোবেসে দিলে ফাঁকি লিরিক্স - সেমজ ভাই :

Ki karone chole gele diye bedona

Eka valo thakbe tumi kotha chilona

Chokher niche kaalo daag

Dekheo dekhle na

Nijer valo bujhle thiki

Amay bujhle na

Tumi bhalobeshe dile faki

Eto kosto kothay ami kivabe rakhi

Jaar kache gele sukher laagi

Bolo amar cheye beshi valobashe ki?

Hoyto ami pagol chilam

Tomar preme ondho chilam

Tai amar ei porinoti

Tumi valobese dile fanki

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi