Ami Ashbo Lyrics (আমি আসবো) Rupankar Bagchi Song

Ami Ashbo Lyrics by Rupankar Bagchi : Ami Ashbo Song Is Sung by Rupankar Bagchi . Song Mixing and Mastering by Arko. Ami Asbo Lyrics In Bengali Written by Rupankar Bagchi.

Song : Ami asbo

Vocal, Lyrics & Composition : Rupankar Bagchi

Mixing and Mastering : Arko

Lead Guitar : Bibhas

Rhythm Guitar : Rupankar

Video Designing : Tamal Duary

Label : Asha Audio

Ami Ashbo Song Lyrics In Bengali :

তুমি কি সারারাত ধরে 

অপেক্ষায় ছিলে, আমি আসবো ?

তুমি কি বিকেলে কোনো 

জানলার ধারে, আমি আসবো ?

আসেনি কোনো ঝড়, আসিনি তো আমি 

উদাসীনতা পেরিয়ে দিগন্তে উঠবে ঝড় 

আমি আসবো, আমি আসবো,

তুমি কি সারারাত ধরে 

অপেক্ষায় ছিলে, আমি আসবো ?

আলোক বিন্দু প্যারাট্রুপারের মতো  

খালি ঝরছে,

তোমার স্বপ্নেরা কি 

আনমনে চুপটি করে ভাবছে ?

অসংখ্য দুঃখরা অযাচিত ভাবেই 

ফিরে আসছে,

তোমার ধৈর্য কি তখনো

আমারি কথাই ভাবছে? 

খালি ভাবছে। 

বিষন্নতার ঘরে জ্বালিয়ো 

তুমি আমি আসবো,

ঠিকানা বদলীয় 

নতুন ঠিকানাতে আমি আসবো।  

আসেনি কোনো ঝড়, আসিনি তো আমি 

উদাসীনতা পেরিয়ে দিগন্তে উঠবে ঝড় 

আমি আসবো, আমি আসবো,

তুমি কি সারারাত ধরে 

অপেক্ষায় ছিলে, আমি আসবো ?

ঠিকানা বদলীয় 

নতুন ঠিকানাতে আমি আসবো।  

প্রতারণারই পড়তে পড়তে 

দৃঢ়তা বাড়ছে,

ভালো থাকারই মহলা চলছে তবু

কারা কাঁদছে? হুঁ হুঁ

এটুকু আরও টুকু নিয়ে 

তুমি আমি নিম্ন মধ্যবিত্ত,

যারা জেতে রোজ 

তারাই খালি রোজই জিতে যাচ্ছে,

খালি জিতছে,

তবু রেডিওতে

হাল ছেড়োনা বন্ধু বাজছে, আমি আসবো। 

আগোল টা আলগা করে রেখো

হঠাৎ করেই চলে আমি আসবো,

আসেনি কোনো ঝড়, আসিনি তো আমি 

উদাসীনতা পেরিয়ে দিগন্তে উঠবে ঝড় 

আর আমি আসবো, আমি আসবো,

তুমি কি সারারাত ধরে 

অপেক্ষায় ছিলে, আমি আসবো ?  

তুমি কি বিকেলে কোনো 

জানলার ধারে, আমি আসবো। 

আমি আসবো লিরিক্স - রূপঙ্কর বাগচী :

Tumi ki sararaat dhore

Opekkhay chile ami ashbo

Tumi ki bikele kono

Janlar dhare ami asbo

Asheni kono jhor asini toh ami

Udashinota periye digonte uthbe jhor

Ami asbo, aami asbo

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi