Megher Bari Lyrics (মেঘের বাড়ি) Oyshee Bangla Song

Megher Bari Lyrics by Oyshee : Megher Bari Song Is Sung by Oyshee . Music Composed by Amit Kar And Megher Bari Jabo Bondhu Lyrics In Bengali Written by NI Bulbul.

Song : Megher Bari

Singer : Oyshee

Lyrics : NI Bulbul

Tune & Music : Amit Kar

Label : Agniveena

Megher Bari Song Lyrics In Bengali : মেঘের বাড়ি যাবো বন্ধু

মেঘের বাড়ি যাবো,

মেঘের বাড়ি যাবো বন্ধু

মেঘের বাড়ি যাবো,

তোর সঙ্গে মোর জনম আড়ি

ফিরবো না আর তোর বাড়ি,

তোর সঙ্গে মোর জনম আড়ি

ফিরবো না আর তোর বাড়ি,

দুঃখ হয়ে একদিন তোকে খুব কাঁদাবো।

মেঘের বাড়ি যাবো বন্ধু

মেঘের বাড়ি যাবো,

মেঘের বাড়ি যাবো বন্ধু

মেঘের বাড়ি যাবো।।

শিশির ভেজা মনটা তুই

পোড়াইলি রোদে,

পেলাম না তোর ভালোবাসা

শীত বসন্তে।

হো.. শিশির ভেজা মনটা তুই

পোড়াইলি রোদে,

পেলাম না তোর ভালোবাসা

শীত বসন্তে।

চেনা সব শহর ছেড়ে তোর

আমি হারাবো,

চেনা সব শহর ছেড়ে তোর

আমি হারাবো,

তোর সঙ্গে মোর জনম আড়ি

ফিরবো না আর তোর বাড়ি,

তোর সঙ্গে মোর জনম আড়ি

ফিরবো না আর তোর বাড়ি,

দুঃখ হয়ে একদিন তোকে খুব কাঁদাবো।

মেঘের বাড়ি যাবো বন্ধু

মেঘের বাড়ি যাবো,

মেঘের বাড়ি যাবো বন্ধু

মেঘের বাড়ি যাবো।।

কষ্টগুলো বুকে আমার

বাঁসা বাঁধে,

দিন রজনী বন্ধু তোর

কাটে আনন্দে।

হো.. কষ্টগুলো বুকে আমার

বাঁসা বাঁধে,

দিন রজনী বন্ধু তোর

কাটে আনন্দে।

বৃষ্টি হয়ে একদিন দুচোখ

তোর ভাসাবো,

বৃষ্টি হয়ে একদিন দুচোখ

তোর ভাসাবো,

তোর সঙ্গে মোর জনম আড়ি

ফিরবো না আর তোর বাড়ি,

তোর সঙ্গে মোর জনম আড়ি

ফিরবো না আর তোর বাড়ি,

দুঃখ হয়ে একদিন তোকে খুব কাঁদাবো।

মেঘের বাড়ি যাবো বন্ধু

মেঘের বাড়ি যাবো,

মেঘের বাড়ি যাবো বন্ধু

মেঘের বাড়ি যাবো ..

মেঘের বাড়ি যাবো লিরিক্স - ওয়সী :

Megher bari jabo bandhu

Megher bari jaabo

Tor songge jonom aari

Firbo na aar tor bari

Dukkho hoye ekdin toke khub kadabo

Shishir veja monta tui poraili rode

Pelam na tor valobasha shit bosonte

Chena shob shohor chere tor ami harabo

Kosto gulo buke amar basa bandhe

Din rojoni bondhu tor kaate anonde

Bristi hoye ekdin duchokh tor vasabo

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi