Sritir Chera Pata Lyrics (স্মৃতির ছেঁড়া পাতা) Shunno Band

Sritir Chera Pata Lyrics by Shunno Band : Sritir Chera Pata Song Is Sung by Emil from Shunno Bangla Band . Song Mixed & Mastered by Shaker Raza ANd Video Directed by Tanveer Khan.

Song : Sritir Chera Pata

Composition & Tune by : Shunno Band

Emil : Vocal & Piano

Michael : Bass

Ishmam : Guitar & Backing Vocal

Labib : Drums

Sritir Chera Pata Song Lyrics In Bengali : আমি নিতে দেবো না

সময়কে এক মুঠোভরা জোছনা,

চাঁদটা যতই দূরের হোক না

ছুঁতে আমি চাই না।

পৃথিবীর সব অপার

বিস্ময় থাক আমার অদেখা,

শূন্য খাতার প্রতিটি পাতায়

সময় কাব্য অলেখা।

আমি মেলবো না আর স্বপ্নডানা

ঐ নীল মেঘেদের ছোঁয়ায়,

আমি লিখবো না আর কাব্য কোনো

স্মৃতির ছেঁড়া পাতায়।

আমি দেবো না পাড়ি

তোমায় নিয়ে নিষ্প্রাণ নদীতে,

যে পথ ভুলে পৌঁছে গেছে

শূন্য মরুর বুকে।

শেষ বিকেলে হারিয়ে যাওয়া

স্মৃতি হাতড়ে বেড়ায়,

নিঝুম রাতের অন্ধকারে

স্বপ্ন ধরা খেলায়।

আমি মেলবো না আর স্বপ্নডানা

ঐ নীল মেঘেদের ছোঁয়ায়,

আমি লিখবো না আর কাব্য কোনো

স্মৃতির ছেঁড়া পাতায়।

শূন্য খাতার প্রতিটি পাতা লিরিক্স - শূন্য ব্যান্ড :

Ami nite debo na

Somoyke ek muthobhora jochona

Chanta jotoi dure hok na

Chute ami chai na

Prithibir son porar

Bisshoy thak amar odekha

Shunno khatar protiti patay

Somoy kabbo olekha

Ami melbo na aar shopnodana

Oi neel megheder choway

Ami likhbo na aar kabbo kono

Smritir chena patay

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi