Pakhi Lyrics (পাখি) Shironamhin Band Song

Pakhi Lyrics by Shironamhin Band : Pakhi Song Is Sung by Tanzir Tuhin from Icche Ghuri Shironamhin Bangla Band Album. Music Composed by And Eka Pakhi Boshe Ache Shohure Deyale Lyrics In Bengali Written by Ziaur Rahman.

Song : Pakhi (1998)

Album Name : Icche Ghuri

Band Name : Shironamhin

Singer : Tanzir Tuhin

Music & Lyrics : Ziaur Rahman

Bass : Ziaur Rahman Zia

Drums : Kazi Ahmad Shafin

Guitar : Tushar, Keyboard : Razib

Sarod & Vocal : Farhan

Pakhi Song Lyrics In Bengali : একা পাখি বসে আছে শহুরে দেয়ালে

শীষ দিয়ে গান গায় ধূসর খেয়ালে,

তার ফেলে যাওয়া আনমনা শীষ

এই শহরের সব রাস্তায়,

ধোঁয়াটে বাতাসে, নালিশ রেখে যায়।

আমি দেখিনি, আমি শুনিনি,

আমি বলিনি অনেক কিছু,

আমি জানিনি, আমি বুঝিনি,

তবু ছুটেছি তোমার পিছু।

আমি দেখিনি, আমি শুনিনি,

আমি বলিনি অনেক কিছু,

জানিনি, আমি বুঝিনি,

তবু ছুটেছি, তোমার পিছু।

একা পাখি বসে আছে শহুরে দেয়ালে

শীষ দিয়ে গান গায় ধূসর খেয়ালে।

পাখি আনমনা বসে দেয়ালে

পাখি নির্বাক চোখ রাস্তায়,

পাখি আনমনা বসে দেয়ালে

পাখি নির্বাক চোখ রাস্তায়,

ধোঁয়াটে শহরের উষ্ণতা বাড়েনা,

তার আনমনা চোখ,

অবুঝ চোখ মনের দরজায়,

আঙুল রাখেনা।

কিছু সুর তুমি এনে দাও

পাখি নাগরিক কোলাহলে,

তুমি গান গাও, তুমি শীষ দাও

এই শহুরে দেয়ালে।

তুমি ভুলে যাও এই শহরের

যত ব্যস্ত জনকথা,

আমি এসেছি তোমার কাছে

এনে দাও স্বাধীনতা।

দেখিনি, আমি শুনিনি,

আমি বলিনি অনেক কিছু

জানিনি, আমি বুঝিনি,

তবু ছুটেছি তোমার পিছু।

আমি দেখিনি, আমি শুনিনি,

আমি বলিনি অনেক কিছু

আমি জানিনি, আমি বুঝিনি,

তবু ছুটেছি.. তোমার পিছু।

একা পাখি বসে আছে লিরিক্স - শিরোনামহীন ব্যান্ড :

Eka pakhi bose ache sohure dewale

Shish diye gaan gaay dhusor kheyale

Taar fele jaowa aanmona shish

Ei shohorer sob rastay

Dhowate batase nalish rekhe jaay

Ami dekhini ami shunini

Ami bolini onek kichu

Ami janini ami bujhini

Tobu chutechi tomar pichu

Pakhi aanmona bose deyale

Pakhi nirbak chokh rastay

Dhowate sohorer ushnota barena

Tar aanmona chokh obujh chokh

Moner dorjay angul rakhena

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi