Jomidari Bahaduri Lyrics (জমিদারি বাহাদুরী) Tasrif Khan | Kureghor

Jomidari Bahaduri Lyrics by Tasrif Khan : Jomidari Bahaduri Song Is Sung by Tasrif Khan from Kureghor Bangla Band. Duniyar Rongolilay Mon Mojaio Na Lyrics In Bengali Written by Azizul Hoque.

Song : Jomidari Bahaduri

Vocal & Music : Tasrif Khan

Lyricist : Azizul Hoque

Band Name : Kureghor

Jomidari Bahaduri Song Lyrics In Bengali : যার নাই তার কিছুই নাই

যার আছে তার আরো চাই,

সকাল-বিকাল-সন্ধ্যা-বেলা

দেখি কত আজব লীলা,

সকাল-বিকাল-সন্ধ্যা-বেলা

দেখি কত আজব লীলা,

দম ফুরালে মাটির ঘরে

হবে  ঠিকানা ..

দুনিয়ার রঙ্গলিলায় মন মজায়োনা

ভবের এই রঙ্গলিলায় মন মজায়োনা।

সাড়ে তিন হাত মাটির ঘরে,

সাড়ে তিন হাত মাটির ঘরে

হবে ঠিকানা..

দুনিয়ার রঙ্গলিলায় মন মজায়োনা

ভবের এই রঙ্গলিলায় মন মজায়োনা।।

ক্ষনে ক্ষনে বাড়ছে বেলা

সময় থেমে থাকেনা,

দিনে দিনে বয়স কমে

খবর তো কেউ রাখেনা।

জমিদারি বাহাদুরি যাবেনা কানাকড়ি,

জমিদারি বাহাদুরি যাবেনা কানাকড়ি,

অতী লোভে তাতী নষ্ট

জেনেও  মানোনা..

দুনিয়ার রঙ্গলিলায় মন মজায়ো না

ভবের এই রঙ্গলিলায় মন মজায়ো না।

সাড়ে তিন হাত মাটির ঘরে,

সাড়ে তিন হাত মাটির ঘরে

হবে ঠিকানা..

দুনিয়ার রঙ্গলিলায় মন মজাইয়োনা

ভবের এই রঙ্গলিলায় মন মজাইয়োনা।।

একটা জীবন চলে গেলে

ফিরে তুমি পাবেনা,

কত শত প্রমাণ মিলে

চোখ মেলে দেখোনা।

থাকলা তুমি তোমার মত

রং তামাসায় অবিরত,

থাকলা তুমি তোমার মত

রং তামাসায় অবিরত,

কয় আজিজুল জীবন খাতার

হিসেব মিলেনা..

দুনিয়ার রঙ্গলিলায় মন মজাইয়ো না

ভবের এই রঙ্গলিলায় মন মজাইয়ো না।

সাড়ে তিন হাত মাটির ঘরে,

সাড়ে তিন হাত মাটির ঘরে

হবে ঠিকানা..

দুনিয়ার রঙ্গলিলায় মন মজাইয়ো না

ভবের এই রঙ্গলিলায় মন মজাইয়ো না ..

জমিদারি বাহাদুরী লিরিক্স - তাসরিফ খান :

Jar nai tar kichui nai

Jar ache tar aaro chai

Sokal bikal sondhya bela

Dekhi koto ajob lila

Dom furale matir ghore hobe thikana

Duniyar rongolilay mon mojaio na

Vober ei rangalilay mon mojaiyo na

Sare tin haat matir ghore hobe thikana

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi