Ghum Pariye Dio Lyrics (ঘুম পাড়িয়ে দিও) Sumon | Anila

Ghum Pariye Dio Lyrics by Sumon And Anila : Ghum Pariye Dio Song is Sung by Sumon And Anila from Ekhon Ami Bengali Album. Music Composed by Fuad al Muqtadir. Ghum Pariye Diyo Lyrics In Bengali Written by Sumon.

Song : Ghum Pariye Dio

Album : Ekhon Ami

Singer : Sumon And Anila

Music : Fuad al Muqtadir

Lyrics & Tune : Sumon

Label : Agniveena

Ghum Pariye Dio Song Lyrics In Bengali : আবার আমি উঠে দাঁড়াই

আঁধারের মাঝে আলো ছড়াই,

দেখি যেন তোমার ছায়া

ডাকছো নতুন দিনে আমায়।

আবার আমি উঠে দাঁড়াই

আঁধারের মাঝে আলো ছড়াই,

দেখি যেন তোমার ছায়া

ডাকছো নতুন দিনে আমায়।

হয়তো হেমন্তের কোন এক সকালে

যাবে চলে তুমি আমায় ছেড়ে।

ঘুম পাড়িয়ে দিও আমায়

হেমন্ত আসার আগে,

সূর্যকে বলে দিও সকাল যেন না আসে,

স্বপ্নে দেখবো আমি শুধু তোমার ছবি

দেখতে চাইনা তোমার চলে যাওয়া আমি।

গানের খাতা ধূলো পড়া

লিখতে বসি নতুন কথা,

স্বপ্নের মাঝে ছবি আঁকি

যেথায় আছি শুধু তুমি আমি।

গানের খাতা ধূলো পড়া

লিখতে বসি নতুন কথা,

স্বপ্নের মাঝে ছবি আঁকি

যেথায় আছি শুধু তুমি আমি।

ঘুম পাড়িয়ে দিও আমায়

হেমন্ত আসার আগে,

সূর্যকে বলে দিও সকাল যেন না আসে,

স্বপ্নে দেখব আমি শুধু তোমার ছবি

দেখতে চাইনা তোমার চলে যাওয়া আমি।

হয়তো যাবে তুমি আমায় ভুলে

ঝাপসা হোবো আমি তোমার চোখে।

ঘুম পাড়িয়ে দিও আমায়

হেমন্ত আসার আগে,

সূর্যকে বলে দিও সকাল যেন না আসে,

স্বপ্নে দেখবো আমি শুধু তোমার ছবি

দেখতে চাইনা তোমার চলে যাওয়া আমি।

ঘুম পাড়িয়ে দিও লিরিক্স - সুমন, আনিলা :

Abar ami uthe darai

Andharer majhe aalo chorai

Dekhi jeno tomar chaya

Dakcho notun dine amay

Hoyto hemonter kon ek sokale

Jabe chole tumi amay chere

Ghum pariye diyo amay

Hemonto ashar agey

Surjoke bole diyo sokal jeno na ashe

Shopne dekhbo ami shudhu tomar chobi

Dekhte chaina tomar chole jaowa ami

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi