Dub Sagore Amar Mon Lyrics (ডুব সাগরে আমার মন) Krishna Kirtan

Dub Sagore Amar Mon Lyrics Krishna Kirtan : Dub Sagore Amar Mon Krishna Kirtan Bengali Devotional Song Is Sung by Pousali Banerjee. Song Mixing and Mastering by Sainik Dey. Dub Dub Dub Rup Sagore Amar Mon Lyrics In Bengali Same Song is Sung by Anup Jalota, Srikanto Acharya, Aditi Munshi, Dipan Mitra And Many Various Artists In Their Own Way.

Song : Dubshagore Amar Mon

Lyrics and Compostion : Traditional

Singer : Pousali Banerjee

Track Arrangement : Sainik / Pankaj

Dubbed at : Studio Violina

Dub Sagore Amar Mon Song Lyrics In Bengali : ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন,

ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন,

তলাতল পাতাল খুঁজলে

তলাতল পাতাল খুঁজলে,

পাবি রে প্রেম রত্ন ধন

পাবি রে প্রেম রত্ন ধন,

ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন,

ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন।।

খোঁজ-খোঁজ-খোঁজ খুঁজলে পাবি

হৃদয়-মাঝে বৃন্দাবন,

খোঁজ খোঁজ খোঁজ খুঁজলে পাবি

হৃদয় মাঝে বৃন্দাবন,

দীপ-দীপ-দীপ জ্ঞানের বাতি

দীপ-দীপ-দীপ জ্ঞানের বাতি,

হৃদে জ্বলবে অনুক্ষণ

হৃদে জ্বলবে অনুক্ষণ,

ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন,

ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন,

তলাতল পাতাল খুঁজলে

তলাতল পাতাল খুঁজলে,

পাবি রে প্রেম রত্ন ধন

পাবি রে প্রেম রত্ন ধন,

ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন,

ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন।।

ড্যাং ড্যাং ড্যাং ডাঙায় ডিঙে

চালায় আবার সে কোন জন?

ড্যাং ড্যাং ড্যাং ডাঙায় ডিঙে

চালায় আবার সে কোন জন?

কুবীর বলে, "শোন শোন শোন"

কুবীর বলে, "শোন শোন শোন"

ভাব গুরুর শ্রীচরণ

ভাব গুরুর শ্রীচরণ,

ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন,

ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন,

তলাতল পাতাল খুঁজলে

তলাতল পাতাল খুঁজলে,

পাবি রে প্রেম রত্ন ধন

পাবি রে প্রেম রত্ন ধন,

ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন,

ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন

ডুব-ডুব-ডুব ডুব সাগরে আমার মন।।

রূপ সাগরে আমার মন লিরিক্স :

Dub Dub Dub Rup Sagore Amar Mon

Dub Dub Dub Dub Sagore Amar Mon

Tolatol patal khujle

pabi re prem rotno dhon

Khoj khoj khoj khujle pabi

Hridoy majhe brindabon

Dip Dip Dip gyaner baati

Hride jolbe anukhon

Doob Doob Doob

Roop Sagore Amar Mon

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi