Khunsuti Lyrics (খুনসুটি) Minar Rahman Song

Khunsuti Lyrics by Minar Rahman : Khunsuti Song Is Sung by Minar Rahman . Music Arranged by Sajid Sarker. Music Composed by And Khunshuti Lyrics In Bengali Written by Minar Rahman.

Song : Khunsuti

vocal, Lyrics, Tune & Composition : Minar Rahman

Music Arrangement : Sajid Sarker

Label : CD Choice

Khunsuti Song Lyrics In Bengali : কেন অবাক হয়ে আমি পথের বাঁকে দাঁড়িয়ে

তুমি জোছনা হয়ে একা কোথায় বলো হারিয়ে?

কেন তোমার আমার এতো গল্প-সল্প

আজ হঠাৎ করে কেন হলো সবই অল্প।

দেখো দূরের আকাশ একা কাঁদছে তোমায় ভেবে

আর মেঘের মাঝে শত ভাবনা গুলো ডুবে,

কেনো তোমার চোখে আমার স্মৃতি উড়ে

আজ হঠাৎ মন দিশেহারা ঘুরে ঘুরে।

কেন পারিনা, ভুলতে পারি না আজ তোমাকে?

মেঘেরই ছায়ায়, ফেরারি মায়ায় খুঁজি আমাকে।

আবার দেখা হবে, ফের কথা হবে

খুনসুটি হবে আবার, গল্পরা রবে,

আবার কিছু হাসি, কিছু কান্না

একসাথে হয়ে আবার স্বপ্ন উড়াবে।

আজ শহর জুড়ে নেই কারোর মুখে নেই হাসি

বাতাস জুড়ে অভিমান রাশি রাশি,

তাই তোমার আমার যত গল্প-সল্প

আজ হঠাৎ করে সবই হলো অল্প।

কেন পারি না, ভুলতে পারিনা আজ তোমাকে?

মেঘেরই ছায়ায়, ফেরারি মায়ায় খুঁজি আমাকে।

আবার দেখা হবে, ফের কথা হবে

খুনসুটি হবে আবার, গল্পরা রবে,

আবার কিছু হাসি, কিছু কান্না

একসাথে হয়ে আবার স্বপ্ন উড়াবে।

খুনসুটি লিরিক্স - মিনার রহমান :

Keno obak hoye ami pother bake dariye

Tumi jochona hoye eka kothay bolo hariye

Keno tomar amar eto golpo solpo

Aaj hotath kore keno holo sobi olpo

Dekho durer akash eka kadche tomay vebe

Aar megher majhe shoto vabna gulo dube

Keno tomar chokhe amar smriti ure

Aaj hotath mon dishehara ghure ghure

Keno parina bhulte parina aaj tomake

Megheri chayay ferari mayay khuji amake

Abar dekha hobe fer kotha hobe

Shunshuti hobe abar golpora robe

Abar kichu hasi kichu kanna

Eksathe hoye abar shopno urabe

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi