Tor Adorer Tane Lyrics (তোর আদরের টানে) Rupak Tiary | Durba

Tor Adorer Tane Lyrics by Rupak Tiary And Durba : Tor Adorer Tane Song is Sung by Rupak Tiary And Durba Banerjee . Music Composed by Rupak Tiary And Tor Adorer Taane Lyrics In Bengali Written by Jayanta Biswas.

Song : Tor Adorer Tane

Singers :  Rupak Tiary & Durba Banerjee

Lyrics : Jayanta Biswas

Music, Mix & Master : Rupak Tiary

Direction & Filmed By : Aditya Paul

Post Production : Cineglass Studio

Vocals Recorded ai Rupak's Studio

Tor Adorer Tane Song Lyrics In Bengali : এই বৃষ্টি ঝরা নদী বয়ে যদি যায়

স্বপ্ন আসে গুটি গুটি পায়,

আলগা স্রোতের পিছুটান

বুনবো জাল ছন্দ তাল,

এই বৃষ্টি ঝরা নদী বয়ে যদি যায়

স্বপ্ন আসে গুটি গুটি পায়,

আলগা স্রোতের পিছুটান

বুনবো জাল ছন্দ তাল।

বুঝি কিছু কথা ভেবে যায়

না বলেই কাছে পেতে চায়,

বুঝি কিছু ভালোবাসা আজও তাই

বেঁচে থাকে ভালোবাসায়।

তোর আদরের টানে

আর ঘুম ভাঙ্গানোর গানে

আমি হয়ে যায় তোর মেঘপিওন..

তোর আদরের টানে

আর ঘুম ভাঙ্গানোর গানে

আমি হয়ে যায় তোর মেঘপিওন।

ঘুম কেন যে নিঝুম

অলীক স্বপ্নে আমার,

দিন কতনা রঙ্গীন

তোকে কাছে পাওয়ার।

মেঘ মানে না আবেগ

বৃষ্টি চোখের পাতায়,

ভোর মনেরই খবর

শোনায় হাওয়ায় হাওয়ায়।

বুঝি কিছু কথা মিলে যায়

না বলেই কাছে পেতে চায়,

বুঝি কিছু ভালোবাসা আজও তাই

বেঁচে থাকে ভালোবাসায়।

তোর আদরের টানে

আর ঘুম ভাঙ্গানোর গানে

আমি হয়ে যায় তোর মেঘপিওন ..

তোর আদরের টানে

আর ঘুম ভাঙ্গানোর গানে

আমি হয়ে যায় তোর মেঘপিওন।

তোর আদরের টানে লিরিক্স - রূপক তিওয়ারি, দূর্বা :

Ei Brishti Jhora Nodi Boye Jodi Jay

Sopno Ase Guti Guti Paye

Alga Sroter Pichutaan

Bunbo Jaal Chanda taal

Bujhi Kichu Kotha vebe Jay

Na Bolei Kache Pete Chay

Bujhi Kichu Bhalobasha Ajo Tai

Beche Thake Bhalobashay

Tor Adorer Taane

Ar Ghum Vanganor Gaane

Ami Hoye Jai Tor Meghpeon

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi