Nishi Furay Na Lyrics (নিশি ফুরায় না) Habib Wahid

Nishi Furay Na Lyrics by Habib Wahid : Nishi Furay Na Song Is Sung by Habib Wahid from Shadhin Bengali Album. Nishi Furay Na Lyrics In Bengali Written by Milon Mahmood.

Song : Nishi Furay Na

Album L Shadhin (2012)

Vocal, Tune & Music : Habib wahid

Lyrics : Milon Mahmood

Nishi Furay Na Song Lyrics In Bengali : নিশি ফুরায় না থাকা যায় না তার বিহনে

সে ধরা দেয় না প্রাণে সয় না ভুলি কেমনে,

নিশি ফুরায় না থাকা যায় না তার বিহনে

সে ধরা দেয় না প্রাণে সয় না ভুলি কেমনে।

সে দু'নয়নে আহা কি মায়া

সুরে সুরে গান যেন কাজল ভ্রমরা,

সে দুনয়নে আহা কি মায়া

সুরে সুরে গান যেন কাজল ভ্রমরা,

এক জনমে কি করে হায়

কতো ভালবেসে গেলে তারে পাওয়া যায়।

নিশি ফুরায় না থাকা যায় না তার বিহনে

সে ধরা দেয় না প্রাণে সয় না ভুলি কেমনে,

নিশি ফুরায় না থাকা যায় না তার বিহনে

সে ধরা দেয় না প্রাণে সয় না ভুলি কেমনে।

আকাশে বাতাসে খুঁজে বেড়াই

এক নিমিষে যেন পেয়েও হারাই,

আকাশে বাতাসে খুঁজে বেড়াই

এক নিমিষে যেন পেয়েও হারাই,

কোন ভুবনে সে যে হারায়

কতো পথ হেঁটে গেলে খুঁজে পাওয়া যায়।

নিশি ফুরায় না থাকা যায় না তার বিহনে

সে ধরা দেয় না প্রাণে সয় না ভুলি কেমনে,

নিশি ফুরায় না থাকা যায় না তার বিহনে

সে ধরা দেয় না প্রাণে সয় না ভুলি কেমনে।

নিশি ফুরায় না লিরিক্স - হাবিব ওয়াহিদ :

Nishi furay na

thaka jaay na tar bihone

Se dhora dey na

praane soy na bhuli kemone

Se du noyone aha ki maya

Sure sure gaan jeno kajol bhromora

E jonome ki kore haay

Koto valobeshe gele tare paowa jay

Akashe batase khuje berai

Ek nimeshe jeno peyeo harai

Kon bhubone se je haray

Koto poth hete gele khuje paowa jay

Nishi phuray na

thaka jaay na tar bihone

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi