Kosto Beche Khai Lyrics (কষ্ট বেচে খাই) Tarun Munshi | Noble Man

Kosto Beche Khai Lyrics by Tarun Munshi : Kosto Beche Khai Song Is Sung by Tarun Munshi . Tokhon Ami Ei Shohore Koshto Beche Khai Cover Version Song Is Sung by Noble Man .

Song : Kosto Beche Khai

Originaly Sung by : Tarun Munshi

Cover by : Noble Man

Kosto Beche Khai Song Lyrics In Bengali : কেউ না জানুক মন তো জানে

মনের ও যে কষ্ট আছে,

সেই বেদনা লুকিয়ে রাখি

হাজার ছলনায়।

মানুষ বলেই জীবন খাতায়

ভুলের হিসেব পাতায় পাতায়,

দূরের থেকে ভালো সবিই

কাছে গেলে নাই,

যখন দেখি চাওয়া পাওয়া শুন্যেতে মিলায়

তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই,

যখন দেখি চাওয়া পাওয়া শুন্যেতে মিলায়

তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই।

ভালোবাসার নাম দিয়েছি আমি কান্না

অনায়াসে বয়ে আনে চোখে বন্যা,

আমার কাছে ভালোবাসা যেনো অন্ধকার

ভালোবাসা নকশী কাঁথা গোপন ও দ্বিধার,

যখন দেখি চাওয়া পাওয়া শুন্যেতে মিলায়

তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই।

যাকে খুঁজে হারিয়ে গেলাম গভীর অরণ্যে

যে পেচানো লতার মাঝে গেলাম জড়িয়ে,

ডেকেও যখন ডাক মেলেনা তখন ভাবে মন

হয়তো একটু পরের ক্ষণে আসবে প্রিয়জন,

যখন দেখি চাওয়া পাওয়া শুন্যেতে মিলায়

তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই।

কেউ না জানুক মন তো জানে

মনের ও যে কষ্ট আছে,

সেই বেদনা লুকিয়ে রাখি

হাজার ছলনায়।

মানুষ বলেই জীবন খাতায়

ভুলের হিসেব পাতায় পাতায়,

দূরের থেকে ভালো সবিই

কাছে গেলে নাই,

যখন দেখি চাওয়া পাওয়া শুন্যেতে মিলায়

তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই,

যখন দেখি চাওয়া পাওয়া শুন্যেতে মিলায়

তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই।

কষ্ট বেচে খাই লিরিক্স - তরুণ মুন্সী :

Kau na januk mon toh jane

Moner o je kosto ache

Sei bedona lukiye rakhi

Hajar cholonay

Manush bolei jibon khatay

Bhuler hiseb patay patay

Durer theke valo sobi

Kache gele nai

Jokhon dekhi chaowa paowa shunnete milay

Tokhon ami ei shohore koshto beche khai

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi