Bayna Lyrics (বায়না) Imran | Bristy Song

Bayna Lyrics by Imran And Bristy : Bayna Song Is Sung by Imran Mahmudul And Bristy . Starring: Pritom And Alongkar. Music Composed by Rezwan Sheikh And Valobasha Noy Kono Bayna Lyrics In Bengali Written by Faisal Rabbikin.

Song : Bayna

Singer : Imran & Bristy

Lyrics : Faisal Rabbikin

Tune & Music : Rezwan Sheikh

Direction : Soumitra Ghose Emon

DOP : Kawsar Ahmed

Prodution Manager : Sujon

Label : Soundtek

Bayna Song Lyrics In Bengali : কেমন করে ভালো থাকি

না থাকলে তুমি,

কত কথা আজও বাকি

বলবো যে আমি।

তুমি ছাড়া মন পুড়ে যায়

এই রাত বড়ো অসহায়,

জেনে শুনে তবুও মন

তোমাকেই শুধু চায়।

ভালোবাসা নয় কোনো বায়না

জোর করে পাওয়া যায় না,

তবুও চাওয়া কমে যাবার নয়

ভালোবাসা এমন বুঝি হয়।

আগুনে পুড়ে পুড়ে জেনেছি

প্রেমেরই আসল মানে,

তবুও যেন পড়ে রয়েছি

তোমারই ভিষণ টানে।

যতই ভাবি ভুলে যাবো

তবুও মনে পড়ে,

তোমায় রাখি সারাটিক্ষন

আমার অন্তর জুড়ে।

ভালোবাসা নয় কোনো বায়না

জোর করে পাওয়া যায় না,

তবুও চাওয়া কমে যাবার নয়

ভালোবাসা এমন বুঝি হয়।

ভালোবেসে উজাড় হয়েছি

তবুও সাড়া কোনো মেলেনি,

পাহাড়-সম ব্যথা সয়েছি

আশা তবু আজও ছাড়িনি।

যতই ভাবি ভুলে যাবো

তবুও মনে পড়ে,

তোমায় রাখি সারাটিক্ষন

আমার অন্তর জুড়ে।

ভালোবাসা নয় কোনো বায়না

জোর করে পাওয়া যায় না,

তবুও চাওয়া কমে যাবার নয়

ভালোবাসা এমন বুঝি হয়।

বায়না লিরিক্স - ইমরান মাহমুদুল, বৃষ্টি :

Kemon kore valo thaki

Na thakle tumi

Koto kotha aajo baki

Bolbo je ami

Tumi chara mon pure jaay

Ei raat boro oshohay

Jene shune tobuo mon

TOmakei shudhu chaay

Bhalobasha noy kono bayna

Jor kore paowa jaay na

Tobuo chaowa kome jabar noy

Valobasha emon bujhi hoy

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi