Tor Hoye Jete Chai Lyrics (তোর হয়ে যেতে চাই) Asur | Jeet | Abir

Tor Hoye Jete Chai Lyrics from Asur : Tor Hoye Jete Chai Song Is Sung by Md irfan And Sayani Palit from Asur Bengali Movie. Starring: Jeet, Abir Chatterjee And Nusrat Jahan. Music Composed by Amit Mitra And Song Lyrics In Bengali Written by Dipankar.

Song : Tor hoye jete chai

Movie : Asur

Singer : Md irfan & Sayani Palit

Music : Amit mitra

Lyrics : Dipankar

Story, Screenplay & Direction : Pavel

D.O.P. : Joydip Bose

Producers : Jeet, Gopal Madnani, Amit Jumrani

Label : Grassroot Entertainment

Tor Hoye Jete Chai Song Lyrics In Bengali : আমার বেঁচে থাকা কারণ শুধু তুই

তোকে আছে বলা আজ এটুকুই,

জানি ঠিকই ধরবিরে হাত, শূন্য পথে

দেখ চলছে এখন দিন-রাত, কোনো মতে।

ক্ষতি কি যদি বাসিস ভালো আমায়

তোর হয়ে যেতে চাই,

তোর হয়ে যেতে চাই,

পারবো কি আমি বল?

তোর হয়ে যেতে চাই।

একবার ছুঁয়ে দে, যেন যাই রে ভিজে

সে প্রেমের শ্রাবন কোথায় খুঁজে পাই..

তোর হয়ে যেতে চাই,

তোর হয়ে যেতে চাই,

তোরই মতো অবিকল

তোর হয়ে যেতে চাই।

নেই প্রয়োজন, মিঠেল বাতাস

বুঝবে কি সে মন পায় নিঃশ্বাস,

ফাঁকা লাগে সব, থাকলে নিরম

সাজানো ঘরের মাঝেও কত বনবাস।

হয়তো জয় করছে পথ

মিলবোই দুজনে,

হয় কি সে থমকে যায়

কোন জে বরণে।

ভেঙে ফেল নিষেধ, ছুটে আয় কাছে

মুছে যা সকল দোহাই,

এ জীবনের যতটা মানে

থাকনা জুড়ে পুরোটাই।

জানি ঠিকই ধরবিরে হাত, শূন্য পথে

দেখ চলছে এখন দিন-রাত, কোনো মতে।

ক্ষতি কি যদি বাসিস ভালো আমায়

তোর হয়ে যেতে চাই,

তোর হয়ে যেতে চাই,

তোরই মতো অবিকল

তোর হয়ে যেতে চাই।

তোর হয়ে যেতে চাই,

তোর হয়ে যেতে চাই,

চোখে অনলি তবু জল

তোর হয়ে যেতে চাই..

তোর হয়ে যেতে চাই,

কেন এতো দাবানল।

তোর হয়ে যেতে চাই লিরিক্স - অসুর :

Amar beche thaka karon sudhu tui

Toke ache bola aaj etukui

Jani thiki dhorbire haat shunno pothe

Dekh cholche ekhon din-raat kono mote

Khoto ki jodi basis bhalo amay

Tor hoye jete chai

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi