Kagojer Bari Lyrics (কাগজের বাড়ি) Anweshaa | Sanjhbati

Kagojer Bari Lyrics from Sanjhbati : Kagojer Bari Song Is Sung by Answesshaa from Sanjhbati Bengali movie. Starring: Soumitra Chatterjee, Dev, Paoli Dam, Arpita chatterjee And Lily Chakraborty. Music Composed by And Lyrics Written by Anupam Roy.

Song Name : Kagojer Bari

Movie Name : Sanjhbati

Singer : Anweshaa Dutta Gupta

Music & Lyrics : Anupam Roy

Arranged & Programmed by : Shamik Chakravarty

Mixed & Mastered by : Debojit Sengupta

Director : Leena Gangopadhyay & Saibal Banerjee

Produced by : Bengal Talkies

Producer : Atanu Raychaudhuri & Pranab Kumar Guha

Music on : Zee Music Company

Kagojer Bari Song Lyrics In Bengali : এ কাগজের বাড়ি আর তার ঠিকানা

ঢেকে রাখা এক চোখে তোর নিশানা।

এ কাগজের বাড়ি আর তার ঠিকানা

ঢেকে রাখা এক চোখে তোর নিশানা,

সব ফেলে তোর বাজারে আর যাবো না,

সব ফেলে তোর বাজারে আর যাবো না।

কোন পাহাড়ে বৃষ্টি নামে, কোন পাহাড়ে থামে

কোন মানুষের কাছে গেলে উষ্ণতা বিরাজ,

এই বেলা তুই চোখ রাঙাস, তোর বারান্দা হাসে

তোর বিকেলে সোনা ঝরে চারটে বেজে পাঁচ।

রঙ্গীন হতেই পারে দোড়া বাঁধা ফুল,

আমার বিক্রি হওয়া রোদে।

এ কাগজের বাড়ি আর তার ঠিকানা

ঢেকে রাখা এক চোখে তোর নিশানা,

সব ফেলে তোর বাজারে আর যাব না,

হুঁ ..

সব ফেলে তোর বাজারে আর যাব না।

কোন পাহাড়ে আয়ু বাড়ে, কোন পাহাড়ে কমে

গুমটি ঘরে চুপটি করে মেঘ সরিয়েছি,

তোর বাজারে কিনতে পাওয়া অস্বীকারের ভাষা

তোর পাঠানো ঝরাপাতা মূল্য ধরে দিই।

আবার কাগজ বাড়ি ঠিকানা হারায়

আমার বিক্রি হওয়া রোদে ..

এ কাগোজের বাড়ি আর তার ঠিকানা

ঢেকে রাখা এক চোখে তোর নিশানা,

সব ফেলে তোর বাজারে আর যাবো না,

হুঁ ..

সব ফেলে তোর বাজারে আর যাব না।

কাগজের বাড়ি লিরিক্স - অন্বেষা :

E kagojer bari aar tar thikana

Dheke rakha ek chokhe tor nishana

Sob fele tor bajare aar jabo na

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi