Jege Jege Lyrics (জেগে জেগে) Shreya Ghoshal | Uraan

Jege Jege Lyrics by Shreya Ghoshal : Jege Jege Song Is Sung by Shreya Ghoshal from Uraan bengali Movie. Featuring: Srabanti Chatterjee And Shaheb Bhattacharya. Music Composed by Joy Sarkar And Jege Jege Koto Raat Paar Kore Deowa Raat Lyrics Written by Srijato. Song Programming by Sabuj-Ashish. Mixed and Mastered by Abhijit Tenny Roy.

Song : Jege Jege

Film : Uraan

Singer : Shreya Ghoshal

Back vocals : Anasmita Ghosh, Ashmita Kar

Lyrics : Srijato

Music : Joy Sarkar

Director : Tridib Raman

Label : Amara Muzik Bengali

Jege Jege Song Lyrics In Bengali : জেগে জেগে কত পার করে দেওয়া রাত

আরও একবার মুঠোর মধ্যে হাত,

তোমাকে চেয়েছি চেনা রাস্তার মতো

শরীরে শরীর মন তবু অক্ষত।

আজ রাতে চলে যেও না, যেও না, যেও না

আজ রাতে নানা না না..

ঠোঁটের শহর আদর সনে যেতে

সম্মোহনের সময় হয় না মিথ্যে,

চেনা মন'দানে নিজেকে রেখেছি নিজে

জলে নয় চোখ অপেক্ষা লেগে ভিজে।

আজ রাতে চলে যেও না, যেও না, যেও না

আজ রাতে..

দুজনের মাঝে সেলাই দাগের সুতো

স্মৃতি বলে দেয় দুঃখ কিভাবে ছুঁতো,

ছুঁয়ে দেখো তুমি এখনো কাঁপছে পাতা

আলতো আঙুলে বেছে নাও চোরকাঁটা।

হো.. আজ রাতে চলে যেও না,

যেও না, যেও না, আজ রাতে ..

এসো একবার শরীরের পথে পথে

ঘুরে দেখে নি কত অঘটন ঘটে,

মরে যেতে পারি সহজে এতো চাওয়া

বেঁচে নেবো বলে পাশাপাশি হেঁটে যাওয়া।

আজ রাতে চলে যেও না, যেও না, যেওনা

আজ রাতে...

জেগে জেগে কত পার করে দেওয়া রাত

আরও একবার মুঠোর মধ্যে হাত,

তোমাকে চেয়েছি চেনা রাস্তার মতো

শরীরে শরীর মন তবু অক্ষত।

আজ রাতে চলে যেও না, যেও না, যেও না

আজ রাতে.. নানা না না..

জেগে জেগে লিরিক্স - শ্রেয়া ঘোষাল :

Jege jege koto par kore deoya raat

Aaro kebar mutho moddhe haat

Tomake cheyechi chena rastar moto

Shorire shorir mon tobu okhotto

Aaj raate chole jeo na.

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi