Shesh Chawa Lyrics (শেষ চাওয়া) Pabel | Nodi | Afran Nisho | Mehazabien

Shesh Chawa Lyrics by Afran Nisho And Mehazabien : Shesh Chawa Song Is SUng by Pabel And Nodi from Anwar the Production boy Bangla Natok. Starring: Mehazabien Chowdhury And Afran Nisho. Music Composed by And Sesh Chaowa Lyrics In Bengali Written by Avraal Sahir.

Song : Shesh Chawa

OST of the Drama : ANWAR the Production boy

Singer : Pabel & Nodi

Tune, Music & Lyrics : Avraal Sahir

Flute : Jalal Ahmed

Script & Direction : Mohidul Mohim

Label : Natok Buzz

Shesh Chawa Song Lyrics In Bengali : হয়তো আমার প্রয়োজন গেল ফুরিয়ে

জীবন থেকে তোমার।

ও ও ও ও...

হয়তো আমার প্রয়োজন গেল ফুরিয়ে

জীবন থেকে তোমার।

আমি চাইবো আমার শেষ চাওয়ার পরেও

শুধু তোমাকে, শুধু তোমাকে,

সব ছিল ভুল বোঝা তোমার ভাবোনাতে

আমাকে ঘিরে, আমাকে ঘিরে।

দূরে যাওয়া সে তো, ভুলে যাওয়া নয়

পিছুটানে মন আজও অস্রুময়,

মনের দেয়াল তুলে সরে গেলে দূরে

কষ্ট কি হয়না তোমার আমায় মনে করে।

ভাগ্যের কি লিখনে, দুটি মন অকারণে

অসহায় চোখে চেয়ে রয়,

কষ্টের হাহাকার শোনেনা তো কেউ আমার

শুনবে কি করে তুমি আবার।

হয়তো আমার শেষ চাওয়া হবে না পূরণ

পাবোনা তোমাকে আর।

আমি চাইবো আমার শেষ চাওয়ার পরেও

শুধু তোমাকে, শুধু তোমাকে,

সব ছিল ভুল বোঝা তোমার ভাবোনাতে

আমাকে ঘিরে, আমাকে ঘিরে।

শেষ চাওয়া লিরিক্স :

Hoyto amar proyojon gelo furiye

Jibon theke tomar

Ami chaibo amar sesh chawar poreo

Sudhu tomake, shudhu tomake

Sob chilo bhul bojha tomar vabonate

Amake ghire

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi