Ferate Parini Lyrics (ফেরাতে পারিনি) Runa Laila

Ferate Parini Lyrics by Runa Laila : Ferate Parini Song Is Sung by Runa Laila New Bengali Song. Starring: Niloy Alamgir And Sallha Khanam Nadia. Music Composed by Raja Kaasheff And Pherate Parini Lyrics Written by Kabir Bakul.

Song Name : Ferate Parini

Vocal & Tune : Runa Laila

Lyrics : Kabir Bakul

Music : Raja Kaasheff

Director : Shahrear Polock

DOP : Nazmul Hasan

Label : Dhruba Music Station

Ferate Parini Song Lyrics In Bengali : ফেরাতে পারিনি আর

তোমাকে এ ভালোবাসায়।

তবুও ফেরানো পথে

রয়েছি আশায় আশায়

ফেরাতে পারিনি আর

তোমাকে এ ভালোবাসায়।

যে যাবার সে চলে যাবে

ফেরাবো তাকে কিভাবে,

সে কথা ভেবে একাকী

শ্রাবনে দুচোখ ভাসায়।

ফেরাতে পারিনি আর

তোমাকে এ ভালোবাসায়।

বলোনা কি ভুল হয়েছে?

তবু মন সবই সয়েছে,

ফেরারী স্মৃতিরা এসে

প্রতিদিন কাঁদায় হাসায়।

ফেরাতে পারিনি আর

তোমাকে এ ভালোবাসায়।

তবুও ফেরানো পথে

রয়েছি আশায় আশায়

ফেরাতে পারিনি আর

তোমাকে এ ভালোবাসায়..

ফেরাতে পারিনি গানের লিরিক্স - রুনা লায়লা :

Ferate parini aar tomake e valobashay

Tobuo ferano pothe royechi ashay ashay

Pherate parini aar tomake e bhalobashay

Je jabar se chole jabe ferabo take kivabe

Se kotha vebe ekaki shrabone duchokh vashay

Bolona ki bhul hoyeche tobuo mon sobi soyeche

Ferari smritira ese protidin kaday hasay

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi