Bishorjon Lyrics (বিসর্জন) Sanjhbati | Shaan | Dev | Paoli

Bishorjon Lyrics from Sanjhbati : Bishorjon Song Is Sung by Shaan from Sanjhbati Bengali movie. Starring: Soumitra Chatterjee, Dev, Paoli Dam, arpita chatterjee And Lily Chakraborty. Music Composed by And Thakur Thakbe Kotokkhon Lyrics Written by Anupam Roy. Song Arranger And Programmer Is Shamik Chakravarty.

Song Name : Bishorjon

Movie Name : Sanjhbati

Singer : Shaan

Music & Lyrics : Anupam Roy

Director : Leena Gangopadhyay & Saibal Banerjee

Production House : Bengal Talkies

Producer : Atanu Raychaudhuri & Pranab Kumar Guha

Music on : Zee Music Company

Bishorjon Song Lyrics In Bengali : কে আমায় ডাক দিলি রে ঘুমের ঘোরে?

ঢাকের ওই বাদ্যি বাজে গোলির মোড়ে,

তোকে আজ লাগছে ভালো বিশেষ করে

আয় চলে আয় দু'হাত তুলে

নাচতে যাবো আয় আয়,

ঠাকুর থাকবে থাকবে কতক্ষন,

ঠাকুর যাবে যাবে যাবে বিসর্জন রে দাদা

ঠাকুর থাকবে থাকবে কতক্ষন,

ঠাকুর যাবে যাবে যাবে বিসর্জন রে দাদা,

রে দিদি, রে দাদু, হে।

ভাসানের ম্যাজিক জানি ছুমন্তর

তোর সাথে যাবো আমি তেপান্তর,

ওই দেখ সিঁদুর রাঙা আকাশে

দেখা যায় মায়ের হাসিমুখ ভাসে।

কেউ আজ থাকবে না রে একলা ঘরে

ঢাকের ওই বাদ্যি বাজে মনের ভেতরে,

তোকে আজ লাগছে ভালো বিশেষ করে

আরে আয় চলে আয় দু'হাত তুলে

নাচতে যাবো আয় আয়,

ঠাকুর থাকবে থাকবে কতক্ষন,

ঠাকুর যাবে যাবে যাবে বিসর্জন রে দাদা

ঠাকুর থাকবে থাকবে কতক্ষন,

ঠাকুর যাবে যাবে যাবে বিসর্জন রে দাদা,

রে দিদি, রে দাদু, হো হো।

কাশবন দুলছে দেখো আনন্দে

আমরাও মেতেছি সেই ছন্দে,

ধ্যানকুর ধ্যানকুরাকুর আওয়াজে

মন আর লাগছে না কোনো কাজে  .

কেউ আজ থাকবে না রে একলা ঘরে

ঢাকের ওই বাদ্যি বাজে মনের ভেতরে,

তোকে আজ লাগছে ভালো বিশেষ করে

আয় চলে আয় দু'হাত তুলে

নাচতে যাবো আয় আয়,

ঠাকুর থাকবে থাকবে কতক্ষন,

ঠাকুর যাবে যাবে যাবে বিসর্জন রে দাদা

ঠাকুর থাকবে থাকবে কতক্ষন,

ঠাকুর যাবে যাবে যাবে বিসর্জন রে দিদি

ঠাকুর থাকবে থাকবে কতক্ষন,

ঠাকুর যাবে যাবে যাবে বিসর্জন রে দাদা

ঠাকুর থাকবে থাকবে কতক্ষন,

ঠাকুর যাবে যাবে যাবে বিসর্জন রে দাদা,

রে দিদি, রে দাদু, রে দিদি হে হে।

বিসর্জন লিরিক্স - সাঁঝবাতি :

Keu aaj thakbe na re ekla ghore

Dhaker oi baddi baaje moner vetore

Toke aaj lagche valo bisesh kore

Aay chole aay du haat tule

Nachte jabo aye aye

Thakur thakbe thakbe kotokhon

Thakur jabe jabe jabe bisrojon

re dada re dini re dadu

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: https://zapier.com/manage/zaps/42708463/stop/?check=294a55b11296d15668d2b48e31282ec5

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi