Posha Moyna Lyrics (পোষা ময়না) Kishore Palash Song

Posha Moyna Lyrics by Kishore Palash : Posha Moyna Song Is Sung by Kishore Palash Bangla Song. Music Composed by Ahmmed Humayun And Amar Posha Moyna Koyna Kotha Song Lyrics Written by Kishor Palash. Starring: Jamshad Shamim, Kobita And Saeem.

Song : Amar Posha Moyna

Vocal, Tune & Lyrics : Kishore Palash

Music : Ahmmed Humayun

Cinematography & Direction : Bikash Saha

Edit & Color : S.M. Tushar

Label : G Series

Posha Moyna Song Lyrics In Bengali : আমার পোষা ময়না কয়না কথা

দুঃখ দেয় দিলে,

পাখি যা রে যা উইড়া যা তুই

উইড়া যা জঙ্গলে,

ও পাখি যা রে যা উইড়া যা তুই

উইড়া যা জঙ্গলে।

ও পাখির এতই অভিমান

কলিজায় মারে টান গো,

পাখির এতই অভিমান

কলিজায় মারে টান গো,

যা রে যা বেঈমান পাখি

আমারে দিয়া ফাঁকি

সুখ পাবিনা তুই এই জীবন গেলে

পাখি, সুখ পাবিনা তুই এই জীবন গেলে

পাখি যা রে যা উইড়া যা তুই

উইড়া যা জঙ্গলে,

ও পাখি যা রে যা উইড়া যা তুই

উইড়া যা জঙ্গলে।

আমার পোষা ময়না কয়না কথা

দুঃখ দেয় দিলে,

পাখি যা রে যা উইড়া যা তুই

উইড়া যা জঙ্গলে,

ও পাখি যা রে যা উইড়া যা তুই

উইড়া যা জঙ্গলে।

ও পাখির এমন ব্যবহার

হয়ে হয় না যে আমার গো,

ভুইলা যা দুস্টু পাখি,

থুইয়া যা রাঙা রাখি

মুখ দেখবো না তোর এই জীবন গেলে,

পাখি, মুখ দেখবোনা তোর এই জীবন গেলে

পাখি যা রে যা উইড়া যা তুই

উইড়া যা জঙ্গলে,

ও পাখি যা রে যা উইড়া যা তুই

উইড়া যা জঙ্গলে।

আমার পোষা ময়না কয়না কথা

দুঃখ দেয় দিলে,

পাখি যা রে যা উইড়া যা তুই

উইড়া যা জঙ্গলে,

ও পাখি যা রে যা উইড়া যা তুই

উইড়া যা জঙ্গলে।

আমার পোষা ময়না লিরিক্স - কিশোর পলাশ :

Amar Posha moyna koyna kotha

Dukkho dey dil e

Pakhi ja re ja uira ja tui

Uira ja jongole

O pakhir etoi obhiman

Kolijay maare taan go

Ja re ja beiman pakhi amare diya faki

Sukh pabina tui ei jibon gele

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi