Chol Dujone Lyrics (চল দুজনে) Abir Biswas | Relationship

Chol Dujone Lyrics by Abir Biswas : Chol Dujone Song Is Sung by Abir Biswas from Relationship Bangla Natok. Starring: Apurba And Mehazabien. Music Composed by And Bengali Song Lyrics Written by Abir Biswas.

Song : Chol Dujone

Drama : Relationship

Vocal, Music & Lyrics : Abir Biswas

Director : Probir Roy Chowdhury

Label : Cd Choice

Chol Dujone Song Lyrics In Bengali : জীবনের প্রতি পথে,

চলতে চাই তোরই সাথে,

তোর দু'চোখেই নিজেকে খুঁজে পাই।

ঘুম হয়ে চোখে নামবি যখন,

আদর মেঘে ডাকবি তখন,

ভালোবেসে ভোরে তোর ঘুম ভাঙাই।

চল দুজনে,

হয়ে সেই স্বপ্নের দেশে হারাই

আর সেখানে,

একটা সুখের ঘর বানাই।

চল সেখানে, যেখানে

ভালোবাসা মেখে চাঁদের আলোয় ঢেকে

সারাটা জীবন কাটাই।

তুই বৃষ্টি হয়ে নামবি আমার আকাশে

আমি ঝড়ো হাওয়া হয়ে বইবো তোর সাথে,

তোর ঘুম ঘুম চোখের নেশায় আমি পথ হারাই

আবার ফিরে আসি তোরই চুলের সুবাসে।

জানিয়ে যা, আমাকে

সেই রূপকথারই দেশে

যেখানে কেউ নেই তুই আর আমি ছাড়া।

চল দুজনে,

হয়ে সেই স্বপ্নের দেশে হারাই

আর সেখানে,

একটা সুখের ঘর বানাই।

চল সেখানে, যেখানে

ভালোবাসা মেখে চাঁদের আলোয় ঢেকে

সারাটা জীবন কাটাই।

চল দুজনে লিরিক্স - আবির বিশ্বাস :

Jiboner proti pothe

Cholte chai tori sathe

Tor duchokhei nijeke khuje pai

Ghum hoye chokhe nambi jokhon

Ador meghe dhakbi tokhon

Valobeshe bhore tor ghum vangai

Chol dujone hoye sei shopner deshe harai

Aar sekhane ekta sukher ghor banai

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi