Mitthebadi Lyrics (মিথ্যেবাদী) Arman Alif Song

Mitthebadi Lyrics by Arman Alif : Mitthebadi Song Is Sung by Arman Alif  Bangla Song. Music composed by And Song Recorded By Sahriar Rafat. Mittheybadi Song Lyrics written by Arman Alif.

Song : Mitthebadi

Vocal, Lyrics & Tune By : Arman Alif

Music By : Sahriar Rafat

Animated By : Foisalur Aakash

Mitthebadi Song Lyrics In Bengali : আমি মিথ্যেবাদী,

তাই তোমায় নিয়ে আর গান লিখি না,

আমি মিথ্যেবাদী,

তাই তোমার জন্য অশ্রু ঝরে না।

আমি মিথ্যেবাদী,

তাই রঙীন মন আমার ধূসর হয়ে যায়না

আমি মিথ্যেবাদী,

তাই তোমার জন্য অপেক্ষা রাখি না।

আমি মনে রাখিনি, নতুন তুমি

তাই হারিয়েছি অতীতে,

আমি ভুল করিনি, ভুলে পড়েছি

তোমার অভিনয়ের কাছে।

এখন ঘুরছে মাথা, আর ভালো হবো না

এই অনুভূতিটাই থেকে যাক,

অভিনেত্রী নির্লজ্য তুমি

তোমার ঘোরটা কেটে যাক।

আমার এ রংচটা সুর

গেয়ে যাওয়া বহুদূর,

জানি থাকবেনা একদিন।

সেদিন বাস্তবে আমি নাই

আমার গানেও আমি আর নাই

তুমি খুঁজবে কোথায় সারাদিন।

তুমি সত্যবাদী, বলতো দেখি

একা থাকতে কেমন লাগে?

তুমি সত্যবাদী, চিনতে পারো কি

আঁধারের চারদেয়ালটা কে?

তুমি সত্যবাদী, তুমি জানো কি

লাল চোখে কি বিষাদ থাকে?

তুমি সত্যবাদী, তুমি বোঝো কি

এই ছেলেটা কি করে আজও বেঁচে?

এই আমারে কে প্রশ্ন করে?

কঠিন কথার ভাঁজে,

আমি উত্তর পাই না, উত্তর দেই না

উত্তর নাই রে।

ঝিম ধরেছে, ঝিম ধরেছে মাথার ভেতরে

আমার নষ্ট মগজটাও নষ্ট হয়

আরও নষ্টের কথা ভেবে।

আমি নাই, আমি নাই, তোমার স্মৃতি জুড়ে

আমি তাই, আমি তাই, যারে নষ্ট বলে লোকে।

তুমি সত্যবাদী, বলতো দেখি

একা থাকতে কেমন লাগে?

তুমি সত্যবাদী, চিনতে পারো কি

আঁধারের চারদেয়ালটা কে?

তুমি সত্যবাদী, তুমি জানো কি

লাল চোখে কি বিষাদ থাকে?

তুমি সত্যবাদী, তুমি বোঝো কি

এই ছেলেটা কি করে আজও বেঁচে?

মিথ্যেবাদী লিরিক্স - আরমান আলিফ :

Ami mitthe badi

Tai tomay niye aar gaan likhina

Ami mitthabadi

Tai tomar jonno ashru jhore na

Ami mitthebaadi

Tai rongin mon amar dhusor hoye jayna

Ami mittheybaadi

Tai tomar jonno opekkha rakhi na

---------------------------------------------------------------------------
Visit this link to stop these emails: http://zpr.io/6ugDd

Comments

Popular posts from this blog

Ghum Lyrics (ঘুম) Moontasir Rakib | Odd Signature

Ohona Lyrics (অহনা) Subconscious Band | Tarar Mela

Je Matir Buke Ghumiye Ache Lyrics (যে মাটির বুকে ঘুমিয়ে আছে) Syed Abdul Hadi