Ekakityer Palace Lyrics (একাকীত্বের প্যালেস) Swayam
Ekakityer Palace Lyrics by Swayam : Ekakityer Palace Song Is Sung by Swayam . Starring Disun, Anjali And Swayam. Production Manager is Sourav And Production Assistant is Sanjana And Neel. Ekakityer Palace Lyrics In Bengali Written by Swayam. Music Composed, Arranged And Mixing by Swayam. Song : Ekakityer Palace Vocal And Lyrics : Swayam Guitar : Souhardya Bass : Ishaan Keys : Debarghya Direction : Swayam Assistant Director : Souvik Cinematography & Edit : Arghya Assist : Sreyam, Deep Gaffer : Supriyo Ekakityer Palace Song Video : Ekakityer Palace Song Lyrics In Bengali : জানো তো কেউ নেই আমার এই শহরে, কাকে বলি দুঃখের কথা? ছেড়ে কেন গেলে তুমি আমাকে সেই দুপুরে, ছায়া খুঁজি তোমার সদা। নিকোটিনে লুকিয়ে রেখেছি বেদনা শিরোনামহীন অস্তিত্বে, কতরাত জাগি আর বিরহের ছলনা বাঁচতে দেয়না স্বস্তিতে। শুধু প্রেমিকা নয়, প্রিয় বন্ধু ছিলে এক নিমেষে দুজনকে কেড়ে নিলে, নীরবতা গ্রাস করে নিয়েছে আমায় ...