Posts

Prothom Dekha Lyrics (প্রথম দেখা) Iman Chakraborty

Prothom Dekha Lyrics by Iman Chakraborty : Prothom Dekha Song Is Sung by Iman Chakraborty . Music Composed by Pandit Debojyoti Bose And Song Lyrics In Bengali Written by Prabir Mukhopadhyay. Song Recorded, Mixed And Mastered by Sanjay Ghosh. Song : Prothom Dekha Singer : Iman Composed & Music Arrangement : Debojyoti Bose Lyrics : Prabir Mukhopadhyay Director : Avik Sarkar  Cinematography & Edit : Dipankar Das Color : Sunny Production Controller : Subhajit Label : Asha Audio Prothom Dekha Song Lyrics In Bengali : প্রথম দেখার সেই বিস্ময়  এখনো চোখের পাতায়, প্রথম হাসির সেই আবেদন  এখনো ঠোঁটের ভাষায়, প্রথম দেখার সেই বিস্ময়।  চপলা হরিণীর চঞ্চলাতে  হঠাৎ ভীষণ এক ব্যস্ততাতে, চপলা হরিণীর চঞ্চলাতে  হঠাৎ ভীষণ এক ব্যস্ততাতে, প্রথম কথার সেই সংশয় এখনো যে সব ভাবনায়।   প্রথম দেখার সেই বিস্ময়।। শিউলি কত, অবিরত বুকের গভীরে ফুটে,  কার ইশারায়, এক লহমায় সবকিছু ভোরে ওঠে।    খুব চেনা চেনা ওই ...

Hothat Ele Lyrics (হঠাৎ এলে) Rupankar Bagchi Song

Hothat Ele Lyrics by Rupankar Bagchi : Hothat Ele Song Is Sung by Rupankar Bagchi . Music Composed by Pandit Debojyoti Bose. Hotath Ele Hotath Hariye Gele Lyrics In Bengali Written by Prabir Mukhopadhyay.  Song : Hothat Ele Vocals : Rupankar Bagchi Composed & Music Arrangement : Pt. Debojyoti Bose Lyrics : Prabir Mukhopadhyay Recorded, Mixed & Mastered : Sanjay Ghosh Director : Avik Sarkar Cinematography & Edit : Dipankar Das Color : Sunny  Production  Controller : Subhajit Chakraborty Label : Asha Audio Hothat Ele Song Lyrics In Bengali : হঠাৎ এলে, হঠাৎ হারিয়ে গেলে  হঠাৎ একটা দমকা হাওয়া এলো, ভাসিয়ে দিলে সব ভাসিয়ে দিলে  এমন খেলা খেলে কি লাভ হলো ? হঠাৎ সবই লাগলো ভীষণ ভালো  হঠাৎ করে উঠলো বুকে ঢেউ, হঠাৎ আলোর ঝর্ণা ঝরে গেলো  হঠাৎ করে আপন হলো কেউ।  মাতিয়ে দিলে সব মাতিয়ে দিলে  পাগল করে ছাড়লে কেন বলো ? এমন খেলা খেলে কি লাভ হলো ? হঠাৎ করে এমন যদি হতো  দেখছি যা সব মিথ্যে হয়ে যায়, তুমি...

Mukti Lyrics (মুক্তি) Dhrubo Bengali Song

Mukti Lyrics by Dhrubo : Mukti Song Is Sung by Dhrubo . Song Mixing and Mastering by Rokon Emon. Eki Gobhir Shopne Tumi Bibhor Lyrics In Bengali Written by Dhrubo. Song : Mukti Vocal, Lyrics, Tune & Composition : Dhrubo Arrangement : Rokon Emon, Dhrubo Mixing and mastering : Rokon Emon Cello : Joe Zeitlin Video Editing : Dhrubo Mukti Song Lyrics In Bengali : এ কি গভীর স্বপ্নে তুমি বিভোর বাস্তবতা ভুলে?  হন্যে হয়ে তোমার এ হৃদয়   জানো না কি খোঁজে?  তাকিয়ে দেখো, তোমার মুক্তি এ ক্ষণ আর এখানে,  হোহো হো.. তাকিয়ে দেখো এ ক্ষণ আর এখানে, এ হে হে ওহো।  কি বিস্মৃত, কি বিক্ষিপ্ত   কি বিচলিত হয়ে,  গন্তব্যহীন তোমার এ মন কেন বেড়ায় ঘুরে?  তাকিয়ে দেখো, তোমার মুক্তি এ ক্ষণ আর এখানে,  হোহো হো.. তাকিয়ে দেখো এ ক্ষণ আর এখানে, এ হে হে ওহো।  দেখো এই মুহূর্তে তোমার শরীরের   অজস্র সংবেদন অবিরল, ঠিক এই মুহূর্তে তোমার চেতনায়  সবই যে বিকশিত অবিকল।  এখন হো হো, তাকিয়ে দেখো তোমার মুক্তি এ ক...

Renu Title Track Lyrics (রেণু) Kailash Kher

Renu Title Track Lyrics by Kailash Kher : Renu Title Song Is Sung by Kailash Kher Bengali Song from Ei Ami Renu Bengali Movie. Starring: Gaurav Chakrabarty, Sohini Sarkar, Soham Chakraborty, Kaushik Ganguly, Anindya Chatterjee and Alivia Sarkar. Music Composed by And Toke Ajibon Bhalobashbo Renu Lyrics In Bengali Written by Rana Mazumder. Song Name : Renu (Title Track) Film : Ei Ami Renu Singer : Kailash Kher Music & Lyrics : Rana Mazumder Music programmed & arranged by : Lyton Directed by : Saumen Sur Story & Screenplay : Padmanabha Dasgupta DOP : Gopi Bhagat Produced by : Aangsh Movies Presented by : Selim & Swarno Label : SVF Music Renu Title Song Lyrics In Bengali : একা একলা, কত একলা আজ আমি আকাশের চেয়েও একলা, একা একলা, কিজে একলা এ শহর ভিড়ে আজ আমি একলা, কি করে তোকে ছাড়া বাঁচি এভাবে আমায় ফেলে যাসনা রেনু।  এই বিরান পথে আমি হাজার আলোকবর্ষ ছুটে, পথ হারালাম, না জানা ভুলে শেষমেসে আয়ূরেখ...

Ekdin Lyrics (একদিন) Niharika Nath | Anurag Chatterjee

Ekdin Lyrics by Niharika Nath And Anurag : Ekdin Song Is Sung by Niharika Nath And Anurag Chatterjee . Music Composed by And Ekdin Tor Songge Hete Jabo Lyrics In Bengali Written by Anurag Chatterjee. Song Mix And Master by Arghya Ghosh. Song : Ekdin  Vocal : Niharika Nath & Anurag Chatterjee Music & Lyrics : Anurag Chatterjee Music Production : Jakiruddin Khan  Additional arrangement : Arnab Chawdhury Guitars : Jakiruddin Khan DOP & Cinematography : Sayan Sarkar Edit & CC : Sayan Sarkar Video Production : Sopno Entertainment Ekdin Song Lyrics In Bengali : একদিন তোর সঙ্গে হেঁটে যাবো  অনেক দূরে, একদিন চেনা পথেও পথ হারাবো  তোর হাত ধরে।  তুই আর আমি দুজনে আর কেউ নয়  হারিয়ে যাবো এমন এক ঠিকানায়, একদিন তোর সঙ্গে হেঁটে যাবো  অনেক দূরে ..  না বলা কিছু কথা বলবো যে তোকে  ইশারায়, চলে যাবো বহুদূর  তোর সাথে অচেনা ঠিকানায়।  থাকবো দুজনে প্রেমের শহরে  একসাথে প্রেমের সাহারায়, একদিন তোর সঙ্গ...

Akash Amay Bhorlo Aloy Lyrics (আকাশ আমায় ভরলো আলোয়) Rabindrasangeet

Akash Amay Bhorlo Aloy Lyrics Rabindrasangeet : Akash Amay Bhorlo Aloy Rabindrasangeet Sung by Sahana Bajpaie. Song Lyrics In Bengali Written by Rabindranath Tagore. Song Recorded, Mixed And Mastered by Neel Sarkar. Same Song Is Sung by Kabir Suman, Srabani Sen, Lopamudra Mitra, Jayati Chakraborty And Many Various Artists In their Own Way. Song : Akash Amay Bhorlo Aaloy Written by : Rabindranath Tagore Vocal : Sahana Bajpaie Parjaay : Prakriti 205 Upa-parjaay : Basanta 18 Raag : Chhayanat Taal : Dadra Akash Amay Bhorlo Aloy Song Lyrics In Bengali : আকাশ আমায় ভরলো আলোয় আকাশ আমি ভরবো গানে, সুরের আবীর হানবো হাওয়ায় নাচের আবীর হাওয়ায় হানে, আকাশ আমায় ভরল আলোয়।  ওরে পলাশ, ওরে পলাশ, রাঙা রঙের শিখায় শিখায়, দিকে দিকে আগুন জ্বলাস, ওরে পলাশ, ওরে পলাশ, রাঙা রঙের শিখায় শিখায়, দিকে দিকে আগুন জ্বলাস, আমার মনের রাগ রাগিণী রাঙা হল রঙিন তানে।  আকাশ আমায় ভরল আলোয় আকাশ আমি ভরব গানে, সুরের আবীর হানবো হাওয়ায় ন...

Bondhu Lyrics (বন্ধু) Rupak Tiary Bangla Song

Bondhu Lyrics by Rupak Tiary : Bondhu Song Is Sung by Rupak Tiary . Starring: Srimayee Chatterjee And Rupak Tiary. Bondhu Hobe Naki Lyrics In Bengali Written by Jayanta Roy. Song : Bondhu  Vocals & Music : Rupak Tiary Lyrics : Jayanta Roy Guest Composer : Jayanta Roy  Music Production & Mix Master : Rupak Tiary Direction : SD Dey DOP : Aditya Paul Edit & Colour : Aditya Paul Bondhu Song Lyrics In Bengali : প্রিয় তোমাকে এতো ভালোবাসি  জানি তুমি আজও নরম অভিমানী।  আমি তো জলের রঙে  রোজ স্বপ্ন আঁকি খাতায়, তোমার চোখের শ্রাবন ঢাকি  কোনো বৃষ্টি রঙের ছাতায়।  বন্ধু হবে নাকি  যদি বলি তোমাকে? একসাথে যাবে নাকি বহুদূর এই পথে? মনকেমনের এই জোনাকি  প্রেম বয়ে আনে তুমি শোনো কি? জলফড়িং এর কথা বোঝ নি  কি বলে তোমায় রাজকন্যা? চোখজুড়ে আমার দেখছো তা  ভালোবাসা মোড়া এক রাজপ্রাসাদ  আলো দিয়ে মেখে রাখি স্বপ্ন-তাজ  কেন তুমি বোঝোনা? আমি তো জলের রঙে  রোজ স্বপ্ন আঁকি খাতায়, তোমার চোখের শ্...