Posts

Balcony Song Lyrics (ব্যালকনি) Anwesshaa

Balcony Song Lyrics by Anwesshaa : Balcony Song Is Sung by Anwesshaa Dattagupta . Balcony Te Tukro Meghera Ki Bole Shon Lyrics In Bengali Written by Anwesshaa. Mixing and mastering by Hanustudio. Song : Balcony Lyrics, composition & vocals : Anwesshaa Piano Design : Akshay Menon Video Concept, Direction and Edit : Anwesshaa Editing assistance provided by : Sushovan Moshan Balcony Song Lyrics In Bengali : দূর বহুদূরে, আলসে দুপুরে দাঁড়িয়ে আছে দুটো মন, কার নাম ধরে সেই কাক ভোরে ডাকলো যারা অকারণ, সে কথা তো বলা বারণ ব্যালকনিতে টুকরো মেঘেরা কি বলে শোন, ওদের ছাতে অপেক্ষা কি জমেছে এখন। ভিনদেশি তারাদের দল একলা রাতেরই পাহারা, শুনশান রাস্তা যেমন শ্রান্ত পথিকের সাহারা, এখন কলম জুড়ে পৃথিবী কারো ভাঙছে গড়ছে সারাক্ষন। ব্যালকনিতে টুকরো মেঘেরা কি বলে শোন, ওদের ছাতে অপেক্ষা কি জমেছে এখন। ব্যালকনি লিরিক্স - অন্বেষা দত্ত গুপ্ত : Dur bohudure Aalshe dupure Dariye ache duto mon Kar naam dhore sei kaak b...

Vulechi Nijer Thikana Lyrics (ভুলেছি নিজের ঠিকানা) Mahtim Shakib

Vulechi Nijer Thikana Lyrics by Mahtim Shakib : Vulechi Nijer Thikana Song Is Sung by Mahtim Shakib . Starring: Ziaul Faruq Apurba And Tanjin Tisha. Music Composed by Sheikh Mohammad Razoan And Bhulechi Nijer Thikana Lyrics In Bengali Written by Faisal Rabbikin. Song : Vulechi Nijer Thikana Singer : Mahtim Shakib Lyrics : Faisal Rabbikin Tune & Music : Sheikh Mohammad Razoan Dop : Nayem Fuad Edit & Colour : Md Mehedi Hasan Jony Script & Direction : Mehedi Hasan Jony Producer : Sultan Mahmood Babul Label : Soundtek Vulechi Nijer Thikana Song Lyrics In Bengali : ভালোবাসি কতটুকু বোঝাতে পারিনা চাই তোমায় যতটুকু বলতে পারিনা, শুধু জানি তুমি ছাড়া শূন্য আমি খুব ভালো কিছু লাগেনা .. ভুলেছি নিজের ঠিকানা তোমার মাঝে এত ডুবেছি, কেনো যে বলো বোঝনা সেই কবে তোমার হয়েছি।। মায়া ভরা ওই মুখে খুঁজি বেঁচে থাকার কারণ, বুকেরই মাঝখানে করি তোমায় ধারণ। এই ভালোবাসা যাচ্ছে বেড়ে শুধু কম কভু হবে না.. ভুলেছি ...

Tui Keno Chaira Geli Lyrics (তুই কেন ছাইড়া গেলি) Baul Sukumar

Tui Keno Chaira Geli Lyrics by Baul Sukumar : Tui Keno Chaira Geli Song Is Sung by Baul Sukumar Song. Starring: Zaher Alvi, Ontora And Mahima. Music Composed by Ankur Mahamud And Jibon Bhore Bashlam Valo Bondhu Shudhu Tore Lyrics In Bengali Written by Anupam Biswas. Song : Tui Keno Chaira Geli Singer : Baul Sukumar Music : Ankur Mahamud Lyrics : Anupam Biswas Tune : Ehsan Rahi Story & Directed by : Eagle Team DoP : Rajon Romm Edit : Imratul Islam Color : Shamim Hossain Story: Eagle Team Label : Eagle Music Tui Keno Chaira Geli Song Lyrics In Bengali : জীবন ভরে বাসলাম ভালো বন্ধু শুধু তোরে, তুই কেন ছাইড়া গেলি একলা আমায় করে ? অন্যের হাতে রাখলি হাত ভাবলি না একবার, তুই বিনে আমার জীবন হইল রে চুরমার। জীবন ভরে বাসলাম ভাল বন্ধু শুধু তোরে, তুই কেন ছাইড়া গেলি একলা আমায় করে? আমার কোলে রাইখা মাথা দেখাইতিস স্বপন, তোর চোখেতে চোখ রাইখা ভাবতাম তুই আপন। কোথায় গেল সেই দিনেরই আদরমাখ...

Ami Bhabi Tumi Lyrics (আমি ভাবি তুমি) Habib Wahid

Ami Bhabi Tumi Lyrics by Habib Wahid : Ami Bhabi Tumi Song Is Sung by Habib Wahid . Music Composed by Habib Wahid And Ami Vabi Tumi Aar Tumi Vabo Ami Lyrics In Bengali Written by Amita Karmoker. Song : Ami Bhabi Tumi Singer : Habib Wahid Tune & Music : Habib Wahid Lyrics : Amita Karmoker Ami Bhabi Tumi Song Lyrics In Bengali : আমি ভাবি তুমি আর তুমি ভাবো আমি এই ভেবে ভেবে বাড়ে যে পাগলামি, ভেবে ভেবে যায় ক্ষণ, কেটে যায় যে বেলা হয়না বলা, চলে তুমি আমি খেলা। আমি ভাবি তুমি আর তুমি ভাবো আমি।। তুমি আমি খেলা চলে সময়ের স্রোতে ভাবনারা এলোমেলো, শুধু এক হতে। তুমি আমি খেলা চলে সময়ের স্রোতে ভাবনারা এলোমেলো, শুধু এক হতে, ভেবে ভেবে যায় ক্ষণ, কেটে যায় বেলা হয়না বলা, চলে তুমি আমি খেলা, আমি ভাবি তুমি আর তুমি ভাবো আমি এই ভেবে ভেবে বাড়ে যে পাগলামি, ভেবে ভেবে যায় ক্ষণ, কেটে যায় যে বেলা হয়না বলা, চলে তুমি আমি খেলা, আমি ভাবি তুমি আর তুমি ভাবো আমি।। হয়তো মনের কথাও রয়ে যাবে মনে তোমায় পড়বে মনে শুধু ক্ষণেক্ষণে। ...

Fire Aay Lyrics (ফিরে আয়) Imran Mahmudul

Fire Aay Lyrics by Imran Mahmudul : Fire Aay Song Is Sung by Imran Mahmudul . Phire Aay Tui Phire Aay Lyrics In Bengali Written by Snahashish Ghosh. Music Composed by MMP Rony. Song : Fire Aya Singer : Imran Mahmudul Lyric & Tune : Snahashish Ghosh Music : MMP Rony Label : Soundtek Fire Aay Song Lyrics In Bengali : ফিরে আয়, তুই ফিরে আয় জলে চোখ ভেসে যায়। হয়েছে যা হবার ভুলে যা একবার তুই বিহনে মন যে পোড়ে, জানি ভালোবাসিস তবু দূরে আছিস অভিমান বুকে আপন করে। হো.. কখনও যে তুই বিহীন থাকিনি একটা দিন দেখিনা সে তোকে কতদিন .. ফিরে আয়, তুই ফিরে আয় জলে চোখ ভেসে যায়, ফিরে আয়, ফিরে আয় জলে চোখ ভেসে যায়। ঘুম ছাড়া রাত জানে, রাতজাগা চোখ জানে তোর অভাব কতটা পোড়ায়, তোর কাছে যে আমি, ছিলাম অনেক দামী তাকে ছেড়ে তুই আছিস কোথায়? হো.. কখনও যে তুই বিহীন থাকিনি একটা দিন দেখিনা সে তোকে কতদিন .. ফিরে আয়, তুই ফিরে আয় জলে চোখ ভেসে যায়, ফিরে আয়, ফিরে আয় জলে চোখ ভেসে যায়। আর কতদিন...

Asmani Tor Buke Lyrics (আসমানি তোর বুকে) F A Sumon

Asmani Tor Buke Lyrics by F A Sumon : Asmani Tor Buke Song Is Sung by F A Sumon . Music Composed by F A Sumon And Asmani Tor Buker Vetor Lyrics In Bengali Written by Sayed Rahman. Song : Asmani Tor Buker (আসমানি তোর বুকে) Singer : F A Sumon Lyrics : Sayed Rahman Tune & Music : F A Sumon Directed by : Nazmus Shadat Nazim Label : Agniveena Asmani Tor Buke Song Lyrics In Bengali : আসমানি তোর বুকের ভেতর বাঁধতে চায় রে ঘর, তুই ছাড়া এই জগৎ মাঝে আর সকলেই পর। আপন বলতে তোকেই বুঝি ঘুম জেগে তোকেই খুঁজি, তোর হাসিতে হাসে আমার হৃদয় অন্তর। আসমানি তোর বুকের ভেতর বাঁধতে চায় রে ঘর, তুই ছাড়া এই জগৎ মাঝে আর সকলেই পর। ধরতে বললে জীবন বাজি এক মুহূর্তে রাজি, এপার ওপর দুইপারেতে থাকবো কাছাকাছি। তোর মনেতে দেবোনা যে লাগতে ব্যেথার ঝড় .. আসমানি তোর বুকের ভেতর বাঁধতে চায় রে ঘর, তুই ছাড়া এই জগৎ মাঝে আর সকলেই পর। জোৎসনা হয়ে আলো ঢেলে দিবি মনের ঘরে, তোর আলোতে ব্যেথার আঁধার যাবে দূরে সরে। কোন...

Baba Song Lyrics (বাবা) Imran Mahmudul

Baba Song Lyrics by Imran Mahmudul : Baba Song Is Sung by Imran Mahmudul from Upohar Bangla Natok. Starring: Afran Nisho And Mehazabien Chowdhury. Music Composed by Marcell. Baba Sadharon Hoyeo Tumi Osadhan Lyrics In Bengali Written by Shomeshwar Oli. Song : Baba Drama : Upohar Singer : Imran Mahmudul Tune & Music : Marcell Lyrics : Shomeshwar Oli Story, Script & Direction : Mizanur Rahman Aryan DOP : Kamrul Islam Shubho Label : Central Music and Video [CMV] Baba Song Lyrics In Bengali : না বুঝে দিয়েছি তোমায় কত যে ব্যেথা বলো তুমি ছাড়া আর কি কেউ সইবে তা। তোমায় কিছুই পারিনি দিতে শিখেছি শুধুই নিতে, চাওয়া পাওয়ার পৃথিবীতে তুমি তো স্বার্থের বিপরীতে। আমি বুঝিনি, আমি খুঁজিনি তোমার সাদা মন, ও বাবা .. সধারণ হয়েও তুমি অসাধারণ, বাবা, সধারণ হয়েও তুমি অসাধারণ। তুমি আমায় হাতে কলমে কত কি শেখালে, চেনা জগতের বাইরে কত কি দেখালে, আজ সবকিছু জানি তোমার চোখে পানি, ভাবনি তোমার বুকের ধন হবে ...