Balcony Song Lyrics (ব্যালকনি) Anwesshaa
Balcony Song Lyrics by Anwesshaa : Balcony Song Is Sung by Anwesshaa Dattagupta . Balcony Te Tukro Meghera Ki Bole Shon Lyrics In Bengali Written by Anwesshaa. Mixing and mastering by Hanustudio. Song : Balcony Lyrics, composition & vocals : Anwesshaa Piano Design : Akshay Menon Video Concept, Direction and Edit : Anwesshaa Editing assistance provided by : Sushovan Moshan Balcony Song Lyrics In Bengali : দূর বহুদূরে, আলসে দুপুরে দাঁড়িয়ে আছে দুটো মন, কার নাম ধরে সেই কাক ভোরে ডাকলো যারা অকারণ, সে কথা তো বলা বারণ ব্যালকনিতে টুকরো মেঘেরা কি বলে শোন, ওদের ছাতে অপেক্ষা কি জমেছে এখন। ভিনদেশি তারাদের দল একলা রাতেরই পাহারা, শুনশান রাস্তা যেমন শ্রান্ত পথিকের সাহারা, এখন কলম জুড়ে পৃথিবী কারো ভাঙছে গড়ছে সারাক্ষন। ব্যালকনিতে টুকরো মেঘেরা কি বলে শোন, ওদের ছাতে অপেক্ষা কি জমেছে এখন। ব্যালকনি লিরিক্স - অন্বেষা দত্ত গুপ্ত : Dur bohudure Aalshe dupure Dariye ache duto mon Kar naam dhore sei kaak b...